Xiaomi 14T সিরিজের লঞ্চ নিয়ে বড় খবর, থাকবে Leica ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং ফিচার

শাওমি T-ব্র্যান্ডিংয়ের সাথে তাদের ফ্ল্যাগশিপ নম্বর সিরিজের অধীনে কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আসন্ন Xiaomi 14T সিরিজে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকতে পারে – স্ট্যান্ডার্ড Xiaomi 14T এবং Xiaomi 14T Pro৷ গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Xiaomi 13T লাইনআপের এই উত্তরসূরি মডেলগুলি একাধিক আপগ্রেড অফার করবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে Xiaomi 14T Pro সম্ভবত Redmi K70 Ultra-এর সামান্য আপগ্রেড ভার্সন হতে পারে। তাহলে চলুন দেখে নিই, Xiaomi 14T সিরিজ কেমন হতে চলেছে।

Xiaomi 14T সিরিজ দেখা গেল HyperOS কোডে

অ্যান্ড্রয়েড হেডলাইনস শাওমির হাইপারওএস কোডে শাওমি 14টি সিরিজকে স্পট করেছে। এর মধ্যে শাওমি 14টি প্রো ফোনের কোডনেম (rothko) এবং সংক্ষিপ্ত মডেল নম্বর (N12), যা আসন্ন রেডমি কে70 আল্ট্রার সাথে মিলে যায়, যা ইঙ্গিত করে, দু’টি ফোনই একই রকম হবে। তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে, শাওমি 14টি প্রো রেডমি কে70 আল্ট্রা-এর তুলনায় কিছু উন্নত স্পেসিফিকেশনের সাথে আসবে৷

স্মার্টফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং লাইকা লেন্স সহ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জানা গেছে, যা রেডমি কে70 আল্ট্রা-এ দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও, শাওমি 14টি প্রো সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসরে চলবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Xiaomi 14T তার পূর্বসূরি Xiaomi 13T-এ ব্যবহৃত একই MediaTek Dimensity 8200 Ultra চিপসেট বজায় রাখতে পারে।

উল্লেখ্য, Xiaomi T সিরিজ সাধারণত প্রসেসর দিয়েই স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের মধ্যে পার্থক্য করে। 13T এবং 13T Pro উভয়ই একই রকম ক্যামেরা এবং ব্যাটারির অফার করে। Xiaomi 14T সিরিজের ক্ষেত্রেও তেমনটাই হবে বলে আশা করা হচ্ছে। Redmi K70 Ultra চীনে আগামী আগস্ট মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর Xiaomi 14T সিরিজটি সম্ভবত আগামী সেপ্টেম্বরে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে।