India vs England Live Streaming: ভারত বনাম ইংল্যান্ড লাইভ টি২০ বিশ্বকাপ ম্যাচ কীভাবে দেখবেন

India vs England T20 World Cup 2022 Live: আজ ১০ নভেম্বর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ভারত আজ জিতে গেলে রবিবার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে একদিনের বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিততে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনি যদি টিভি বা মোবাইলে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ লাইভ (IND vs Eng Live) দেখতে চান, তাহলে কোথা থেকে দেখতে পারবেন আসুন জেনে নেওয়া যাক।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ কখন শুরু হবে (India vs England T20 World Cup match Timing)

ভারত বনাম ইংল্যান্ড টি২০ ওয়াল্ড কাপ ম্যাচ ভারতীয় সময় অনুসারে আজ দুপুর ১টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে।

মোবাইলে কীভাবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন (India vs England T20 World Cup Match Live on Mobile online)

মোবাইলে বা অনলাইনে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ লাইভ দেখতে হলে ভারতীয়দের ডিজনি প্লাস হটস্টার (Disney+Hotstar) এর সাবস্ক্রিপশন নিতে হবে। ভারতের বাইরে বিভিন্ন দেশে ফ্যানকোড (Fancode) অ্যাপের মাধ্যমে এই ম্যাচ লাইভ দেখা যাবে। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপ টি২০ ওয়াল্ড কাপের ম্যাচ লাইভ স্ট্রিম করে থাকে (India vs England Live Streaming)।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ টিভিতে কারা টেলিকাস্ট করবে (India vs England T20 World Cup LIVE Streaming and Telecast)

ভারতে স্টার স্পোর্টস ও ডিডি স্পোর্টস আজকের ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। আর বাংলাদেশে এই ম্যাচ দেখতে আপনাকে সাহায্য করবে গাজি টিভি, টি স্পোর্টস ও বিটিডি।