iPhone SE (2022) আগামীকাল একাধিক কালার ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসছে, ফাঁস বিভিন্ন তথ্য

মার্কিন সংস্থা অ্যাপল (Apple) আগামীকাল আয়োজিত পিক পারফরম্যান্স (Peak Performance) লঞ্চ ইভেন্টে তাদের আসন্ন বাজেট রেঞ্জের iPhone SE (2022) স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে। যদিও সংস্থা এখনও এই লঞ্চ ইভেন্টে কোন কোন নতুন অ্যাপল ডিভাইস উন্মোচন করা হবে সে সম্বন্ধে l কিছুই নিশ্চিত ভাবে জানায়নি। এই আপকামিং আইফোনটি গত ২০২০ সালে লঞ্চ হওয়া iPhone SE (2020)- এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখতে চলেছে। বিগত কয়েক মাস ধরেই এই বাজেট মডেলটি সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে। আর এখন এর প্রত্যাশিত লঞ্চের মাত্র একদিন আগে এক অ্যাপল বিশ্লেষক iPhone SE (2022)-এর ডিজাইন, চিপসেট এবং কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এনেছেন।

ফাঁস হল iPhone SE (2022) সম্পর্কীত একাধিক তথ্য

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুয়ো (Ming-Chi Kuo) জানিয়েছেন, অ্যাপল আইফোন এসই (২০২২)-এ পূর্বসূরি আইফোন এসই (২০২০) মডেলটির মতোই ফর্ম ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে এবং এই আপকামিং আইফোনটি হোয়াইট, ব্ল্যাক এবং রেড-এর মতো একাধিক কালার অপশনে বেছে নেওয়া যাবে এবং এটি ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে৷ এর পাশাপাশি মিং-চি কুয়ো প্রকাশ করেছেন, এই আইফোন এসই (২০২২) মডেলটি অ্যাপল এ১৫ বায়োনিক (Apple A15 Bionic) চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে (mmWave এবং sub-6GHz), যেমনটা এর আগেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এছাড়া, কুয়ো আরও যোগ করেছেন যে, চলতি মাসেই আইফোন এসই (২০২২)-এর গণ উৎপাদন শুরু হবে এবং এবছর প্রায় ২৫ থেকে ৩০ মিলিয়ন বা ২.৫ কোটি থেকে ৩ কোটি ইউনিট ফোন সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, আগের মডেলের সাথে তুলনা করলে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট iPhone SE (2022)-এর একমাত্র বড় আপগ্রেড হবে বলেই মনে করা হচ্ছে। পূর্ববর্তী রিপোর্টের উপর ভিত্তি করে বলা যেতে পারে যে, পূর্বসূরির মতো iPhone SE 3 ডিভাইসটি ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা ফিজিক্যাল হোম বাটন সহ আসবে।

উল্লেখ্য, ৮ মার্চের লঞ্চ ইভেন্টে এই স্মার্টফোনটির পাশাপাশি আরও কয়েকটি অ্যাপল প্রোডাক্ট উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে। অ্যাপল এ ১৫ চিপসেট, ৫জি সাপোর্ট, একটি ১২ মেগাপিক্সেলের ফেসটাইম ক্যামেরা এবং সেন্টার স্টেজ সাপোর্টের মতো কিছু আপগ্রেডেড ফিচার সহ নতুন iPad Air 5- এর ওপর থেকে এই ইভেন্টেই পর্দা সরানো হতে পারে বলে জল্পনা রয়েছে৷ এছাড়া, লঞ্চ হতে পারে এমন অন্যান্য অ্যাপল প্রোডাক্টগুলির মধ্যে রয়েছে, একটি এম২ চিপ চালিত MacBook Air ল্যাপটপ, এম১ প্রো/ম্যাক্স চিপসেট ও এইচডিআর (HDR) ডিসপ্লে সহ ২৩ ইঞ্চির Mac এবং এম১ প্রো/ম্যাক্স চিপ সহ একটি Mac Mini৷