Lava X2: একদম সস্তায় বড় ডিসপ্লে ও দুর্দান্ত ব্যাটারির স্মার্টফোন নিয়ে এল লাভা, প্রি-বুকিংয়ে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক

লাভা ভারতীয়দের জন্য একদম সস্তায় নতুন 4G স্মার্টফোন নিয়ে হাজির হল। নতুন ডিভাইসটির নাম Lava X2। আজ ফোনটির ঘোষণা করলেও সেটি ১২ মার্চ থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। Lava X2-এর ফিচারগুলির মধ্যে বড় ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং MediaTek Helio অক্টা-কোর প্রসেসর উল্লেখযোগ্য।

Lava X2 দাম

ভারতে লাভা এক্স২ এর দাম রাখা হয়েছে ৬,৫৯৯ টাকা৷ স্মার্টফোনটি এখন অ্যামাজনে প্রি-অর্ডার করা যাচ্ছে। পে লেটার থেকে পেমেন্ট করলে ১৫০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও মিলবে। ১২ মার্চ থেকে সেল শুরু৷ লাভা এক্স২ ব্লু ও সায়ান রঙে পাওয়া যাবে।

Lava X2 স্পেসিফিকেশন

লাভা এক্স২ একটি ৬.৫ ইঞ্চি আইপিএস এইচডি+ ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনটির অভ্যন্তরে মিডিয়াটেকের অক্টা-কোর হেলিও চিপসেট দেওয়া হয়েছে। এটি ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজে সিঙ্গেল ভ্যারিয়েন্টে এসেছে। সিকিউরিটির জন্য ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

লাভা এক্স ২ এর সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসটির ৫,০০০ এমএএইচ ব্যাটারি ৩৮ ঘন্টার টকটাইম, এবং ৪৮০ ঘন্টার স্ট্যান্ডবাই টাইম অফার করবে (ডেটা অন থাকা অবস্থায়)। লাভার আরও দাবি, ব্রাইটনেস ফুল করে সাড়ে ১০ ঘন্টা অব্দি ইউটিউবে ভিডিয়ো দেখা যাবে।