iPhone 15 Ultra: বছরের সেরা চমক হবে আইফোন আল্ট্রা, ক্যামেরা নিয়ে বড় খবর ফাঁস

অ্যাপল (Apple) আগামী মাসেই বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলি। গত তিনটি আইফোন লাইনআপের মতো, অ্যাপল এবছরও চারটি নতুন iPhone 15 মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এগুলি হল স্ট্যান্ডার্ড iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। তবে, কিছু পরস্পর বিরোধী রিপোর্টে দাবি করা হয়েছে যে iPhone 15 Pro Max-এর পরিবর্তে iPhone 15 Ultra এই সিরিজে জায়গা করে নিতে পারে। তবে এখন একটি সূত্র মারফৎ জানা গেছে যে, Pro Max মডেলের পরিবর্তে নয়, বরং সিরিজের একটি স্বতন্ত্র ডিভাইস হিসেবে iPhone 15 Ultra বাজারে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ এটি হবে আসন্ন লাইনআপের পঞ্চম স্মার্টফোন।

ফাঁস হল iPhone 15 Ultra স্পেসিফিকেশন

অ্যাপললিকার এক্স (টুইটার)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, আইফোন ১৫ আল্ট্রা মডেলটি উন্নততর ক্যামেরা সিস্টেমের সাথে আসবে, বিশেষ করে জুম বিভাগে। ফোনটি ১০X পর্যন্ত পেরিস্কোপ জুম সাপোর্ট করতে পারে। প্রাথমিক ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরায় আটটি লেন্স উপাদান থাকতে পারে। ক্যামেরা সেন্সরে ফোকাস লাইট উন্নত করতে সমস্ত উপাদান কাঁচ দ্বারা নির্মাণ করতে পারে অ্যাপল। এটি ক্যাপচার করা ছবিতে আরও ভাল ডিটেইলস, কম নয়েজ এবং সমৃদ্ধ কালার প্রদান করতে পারে।

এছাড়াও, ফ্রেমে আরও প্রিমিয়াম এবং টেকসই বিল্ডের জন্য টাইটানিয়াম ব্যবহৃত হতে পারে। বেশ কয়েকটি রিপোর্ট এর আগে আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলির সম্পর্কেও একই দাবি করেছে। অ্যাপল ফোনের পাশে থাকা ভলিউম বাটনের নকশা পরিবর্তন করতে পারে। আইফোন ১৫ আল্ট্রা-তে ক্যামেরা অ্যাপ সহ ফাস্ট-লঞ্চ অ্যাপগুলির পাশে একটি “অ্যাকশন বাটন” অন্তর্ভুক্ত থাকতে পারে। গত বছর লঞ্চ হওয়া অ্যাপল ওয়াচ আল্ট্রাতেও একই ধরনের অ্যাকশন বাটন দেখা গেছে। টুইট অনুযায়ী, আইফোন ১৫ আল্ট্রা সম্ভবত ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত অ্যাপলের লেটেস্ট এ১৭ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম অফার করতে পারে। এছাড়াও জানা যাচ্ছে যে, ১৫ আল্ট্রা-এর বেস মডেলটি ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে।

জানিয়ে রাখি, সমস্ত নতুন আইফোন ১৫ মডেল অ্যাপলের চিরাচরিত লাইটনিং পোর্টের পরিবর্তে চার্জ ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি-সি পোর্টের সাথে আসতে চলেছে। ফোনটি যদি সত্যি লঞ্চ হয়, তাহলে iPhone 15 Ultra-ও একই চার্জিং পোর্ট বহন করবে। এর ব্যাটারি ৩৫ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে, যদিও চার্জারটি ফোনের সাথে পাঠানো হবে না। চার্জিং কেবলটি ২৪০ ওয়াট চার্জিং আউটপুট সাপোর্ট করবে বলে জানা গেছে। পোস্টটি থেকে জানা গেছে যে, ব্যাটারির ক্ষমতাও ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হবে।

iPhone 15 Ultra-এর ডিসপ্লের আকার ৬.৭ ইঞ্চি হতে পারে। তবে, আসন্ন হ্যান্ডসেটগুলিতে আগের প্রজন্মের তুলনায় অধিক স্লিম বেজেল দেখা যেতে পারে। অ্যাপল কিছু পরিবর্তন সহ ডায়নামিক আইল্যান্ড নচটি iPhone 15 সিরিজের প্রতিটি মডেলে অন্তর্ভুক্ত করতে পারে। Apple Vision Pro মিক্সড-রিয়েলিটি হেডসেট সহ অ্যাপলের প্রোডাক্টগুলির সাথে আরও ভাল কম্প্যাটিবিলিটির জন্য একটি নতুন ৭ ন্যানোমিটারের ইউ২ চিপও ফোনগুলিতে যুক্ত হতে চলেছে৷

উল্লেখ্য, Pro Max মডেলের বিকল্প হলে, নতুন বৈশিষ্ট্য এবং হার্ডওয়্যারের সাথে iPhone 15 Ultra-এর দাম বেশ কিছুটা বাড়তে পারে। একটি রিপোর্ট প্রকাশ করেছে যে, ফোনটির দাম ২০০ ডলার (প্রায় ১৬,৫০০ টাকা) বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ভারতে iPhone 14 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১,৩৩,৯০০ টাকা থেকে।