আজ রাত থেকে এই স্মার্টফোনগুলিতে কাজ করবে না WhatsApp, লিস্টে আছে Samsung থেকে iPhone

২৪ অক্টোবর থেকে নির্বাচিত ব্যবহারকারীদের স্মার্টফোনে আর কাজ করবে না WhatsApp

বর্তমানে প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহারকারীই WhatsApp ব্যবহার করে থাকে। কারণ, এর মাধ্যমে চ্যাটিং থেকে শুরু করে ভিডিও কল সহ গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদানের মতো একাধিক কাজ করা সম্ভব। তবে, WhatsApp-এর একটি সাম্প্রতিক ঘোষণা রাতের ঘুম উড়িয়ে দিয়েছে অনেক ব্যবহারকারীর। কারণ, প্ল্যাটফর্মটির তরফে ঘোষণা করা হয়েছে যে, ২৪ অক্টোবর থেকে নির্বাচিত ব্যবহারকারীদের স্মার্টফোনে আর কাজ করবে না WhatsApp।

আপনার ফোনে WhatsApp বন্ধ হবে কি না তা কীভাবে পরীক্ষা করবেন?

আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে কিনা সেই বিষয়ে আপনার সন্দেহ হলে, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে “অ্যাবাউট” সেকশন চেক করতে পারেন। এরপর সেখানে যদি দেখেন আপনার হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ৫.০ বা পরের ভার্সনে চলছে, তাহলে বুঝবেন আপনি নিরাপদ তালিকায় রয়েছেন।

আবার আপনি যদি আইফোন ব্যবহার করেন এবং আপনার স্মার্টফোনটি iOS 12 বা তার পরবর্তী সংস্করণে চলে, তাহলে আপনি WhatsApp অ্যাপটির ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, JioPhone ব্যবহারকারীরা KaiOS 2.5.0 বা তার চেয়ে নতুন ভার্সনে এই ম্যাসেজিং অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

কোন কোন স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ফোনে চলবে না

সংস্থার তরফে প্রকাশিত তালিকায় Samsung Galaxy S2, Nexus 7, iPhone 5, iPhone 5c, Archos 53 Platinum, Grand S Flex ZTE, Grand X Quad V987 ZTE, HTC Desire 500, Huawei Ascend D, Huawei Ascend D1, HTC One, Sony Xperia Z, LG Optimus G Pro, Samsung Galaxy Nexus, HTC Sensation, Motorola Droid Razr, Sony Xperia S2, Motorola Xoom, Samsung Galaxy Tab 10.1, Asus Eee Pad Transformer, Acer Iconia Tab A5003, Samsung Galaxy S, HD LG Desire Optimus 2X এবং Sony Ericsson Xperia Arc3 প্রভৃতি ডিভাইসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করার আগে, সংস্থাটির তরফ থেকে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের নিজের ডিভাইসের সফটওয়্যার আপগ্রেড করার পরামর্শও দেওয়া হয়েছে।