৯৮ ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হল Hisense 98E7G Pro Smart TV, দাম জেনে নিন

চীনা ইলেকট্রনিক্স ব্র্যান্ড Hisense নিজের পোর্টফোলিওতে যুক্ত করল আরো কয়েকটি নতুন টেলিভিশন, যা বড় ডিসপ্লে সহ এসেছে। ইতিমধ্যেই বিশালাকার স্ক্রিনের টেলিভিশন লঞ্চ করে একে অপরকে টেক্কা দিতে প্রতিযোগিতায় নেমেছে লিডিং টেলিভিশন ব্র্যান্ডগুলি। Xiaomi, Huawei, TCL-এর মতো কোম্পানিগুলি একের পর এক জায়েন্ট স্ক্রিনের টেলিভিশন আনছে। এবার সেই তালিকায় যুক্ত হল Hisense-এর নাম । Hisense 98E7G Pro মডেল লঞ্চের মাধ্যমে বড় স্ক্রিনের টেলিভিশন সিরিজে নাম লেখালো সংস্থাটি। আপকামিং নয়া স্মার্ট টিভিতে যুক্ত হয়েছে একাধিক উন্নততর ফিচার। 4K রেজোলিউশন সহ ৯৮ ইঞ্চি বিশালাকার ULED স্ক্রিনের সাথে এসেছে স্মার্ট টিভিটি। সাথে থাকছে ফার ফিল্ড ইন্টেলিজেন্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Hisense 98E7G Pro মডেলের স্মার্টটিভির দাম ও স্পেসিফিকেশন।

Hisense 98E7G Pro -এর দাম ও লভ্যতা

চীনে এই স্মার্ট টিভির দাম ধার্য হয়েছে ১৯,৯৯৯ ইউয়ান (প্রায় ২,৩৬,০০০ টাকা)। ইতিমধ্যেই দেশীয় বাজারে এটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। তবে অন্যান্য মার্কেটে এটি কবে আসবে তা এখনও জানা যায়নি।

Hisense 98E7G Pro -এর স্পেসিফিকেশন

নয়া হাইসেন্স ৯৮ই৭জি স্মার্ট টিভিটি বিলাসবহুল হলেও এতে ব্যবহার করা হয়েছে বেশকিছু সাশ্রয়ী হার্ডওয়্যার। যেমন এটি ৯৮ ইঞ্চি BOE ADS স্ক্রিন মডেলের সাথে এসেছে। কিন্তু এর ব্যাকলাইট মডিউল সংস্থার নিজস্ব সলিউশন। এই চেকবোর্ড স্টাইলের জায়েন্ট স্ক্রিনের টেলিভিশনে রয়েছে ২৫৬টি লাইট কন্ট্রোল পার্টিশন। এছাড়া ডিসপ্লেটি ১০০০ নিট উজ্জ্বলতা দেবে। এতে ফোরকে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

নয়া স্মার্ট টিভি MediaTek MTK ৯৬৫২চিপ দ্বারা চালিত। সাথে আছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অন বোর্ড স্টোরেজ। এছাড়া স্মার্ট টিভিটি ১২০ হার্টজের MEMC মোশন কম্পেন্সেশন, ভিভিয়ার, আইমাক্স এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

অন্যদিকে, এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং
ফার ফিল্ড ইন্টেলিজেন্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ। এতে রয়েছে দু’টি ১৮ ওয়াট স্পিকার এবং একটি ২৫ ওয়াট সাব উফার। এছাড়া স্মার্ট টিভিটি একইসাথে প্রিসিঙ্ক এবং জিসিঙ্ক উভয়েই সাপোর্ট করে।