Apple Watch: ডাক্তার বা রোগী কেউউ ধরতে পারেনি, থাইরয়েডের আগাম সতর্কতা দিল অ্যাপল ওয়াচ

আপৎকালীন পরিস্থিতিতে ইউজারের প্রাণ বাঁচাতে Apple Watch (অ্যাপেল ওয়াচ)-এর জুড়ি মেলা ভার! প্রযুক্তিগত সাধারণ সুবিধা প্রদানের পাশাপাশি Apple Watch-এর একাধিক কার্যকর হেলথ ট্র্যাকিং ফিচার (যেমন – ECG ট্র্যাকার, হার্ড ফল ডিটেকশন ফিচার, এমার্জেন্সি কল ফিচার ইত্যাদি) ইউজারের জীবন রক্ষায় ত্রাতারূপে কাজ করেছে, এমন ঘটনার কথা আমরা একাধিকবার শুনেছি বা শুনে থাকি। তবে এবার অস্ট্রেলিয়ার এক নার্সিং শিক্ষার্থী এই ওয়্যারেবেল ডিভাইসটির একটি নতুন কার্যকারিতার কথা প্রকাশ্যে আনলেন। আসুন বিষয়টির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

শুধু আকস্মিক পরিস্থিতিতেই নয়, অ্যাপল ওয়াচ কীভাবে আগাম সতর্কতা দিয়ে একজন মানুষের স্বাস্থ্যের বিশেষ কার্যকর উপকার করতে পারে, তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত হল এই প্রতিবেদন। আমরা সকলেই জানি যে, অ্যাপেল ওয়াচের মাধ্যমে হার্ট রেট মাপা যায়। এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য ইউজারদের ওয়্যারেবেল ডিভাইসটিতে হার্ট রেট নোটিফিকেশনকে এনাবেল করে রাখতে হয়। সেক্ষেত্রে TikTok (টিকটক)-এ লরেন নামধারী অস্ট্রেলিয়ার সিডনির এক নার্সিং ছাত্রী কীভাবে এই ফিচারটির দ্বারা চরমভাবে উপকৃত হয়েছেন, সেই কথাই আমরা আপনাদেরকে আজ জানাতে চলেছি।

লরেনের টিকটক ভিডিও অনুযায়ী, তিনি কয়েকমাস যাবৎ অসুস্থ ছিলেন। দিন কে দিন তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকায় অবশেষে তিনি চিকিৎসকের কাছে যান এবং সেখানে তাঁর থাইরয়েড হেমাজেনেসিস ধরা পড়ে। কিন্তু বিষয়টি হল, তাঁকে এত মাস ধরে ভুগতে হতো না যদি তিনি তাঁর অ্যাপেল ওয়াচে হার্ট রেট নোটিফিকেশনটি এনাবেল করে রাখতেন। কারণ দীর্ঘদিন ধরে রোগ ভোগ করার পর হঠাৎ একদিন তাঁর হেল্থ অ্যাপটির দিকে নজর যায়, আর সেখানে একটি বিষয় দেখে তো তাঁর প্রায় চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা হয়!

আসলে নিজে নার্সিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এত মাস ধরে রোগভোগ করে অবশেষে তিনি হেল্থ অ্যাপে দেখেন যে, বিগত অক্টোবর মাস থেকে তাঁর ঠিক কী হয়েছে সেটা তিনি না বুঝতে পারলেও হাতের অ্যাপল ওয়াচটি কিন্তু তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রেখেছে! এবং গত অক্টোবর মাস থেকেই তার কার্ডিওভাসকুলার সিস্টেমের চরম অবনতির এক স্পষ্ট চিত্র অ্যাপেল ওয়াচে দেখানো গ্রাফে ধরা পড়েছে (উল্লেখ্য, তিনি হেল্থ অ্যাপ্লিকেশনে দেখানো কার্ডিওভাসকুলার সিস্টেমের গ্রাফের একটি স্ক্রিনশটও শেয়ার করেন)। পরবর্তীকালে থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। অর্থাৎ কয়েকমাস বাদে যে রোগ ধরা পড়ল, তা অ্যাপল ওয়াচ আগাম অনুমান করে অনেক আগেই লরেনকে জানিয়ে দিয়েছিল! এর পাশাপাশি শোনা গিয়েছে যে হেল্থ অ্যাপে লরেনের শারীরিক ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং শুষ্ক ত্বকের মতো অন্যান্য উপসর্গগুলিকেও চিহ্নিত করা গেছে। ফলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে, এই চমকপ্রদ আধুনিক ঘড়িটি আদতে একটি ছোটখাটো ডাক্তার।

অ্যাপল ওয়াচের এই বিস্ময়কর কার্যাবলী সম্পর্কে বিশদ ব্যাখ্যা করে টিকটকে লরেনের শেয়ার করা ভিডিওতে তিনি নিজে স্পষ্ট উল্লেখ করেছেন যে, তাঁর হাতের ওয়্যারেবেলটিতে সমস্ত নোটিফিকেশনগুলিকে এনাবেল করে রাখা উচিত ছিল, তাহলে তিনি তাঁর শারীরিক অসুস্থতা সম্পর্কে সব খবর আগাম পেতে পারতেন। সত্যিই এ আফসোসের কারণ। তবে সব মিলিয়ে এই ঘটনা যে Apple Watch-এর হাজারো বিজয়গাথার পোর্টফোলিওতে আর একটি নতুন সংযোজন, তাতে কোনো সন্দেহ নেই!