iPhone 13 সিরিজ লঞ্চের প্রস্তুতি শুরু করলো Apple, পেল EEC সার্টিফিকেশন

Apple (অ্যাপল) চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ iPhone (আইফোন)-এর নেক্সট জেনারেশন মডেল অফিসিয়ালভাবে লঞ্চ করতে পারে, যা iPhone 13 (আইফোন ১৩) নামে আসার সম্ভাবনাই বেশি। ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে লঞ্চ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, টেক জায়ান্টটি ইতিমধ্যেই iPhone 13 সিরিজের অধীনস্থ স্মার্টফোনগুলির শংসাপত্র নেওয়ার জন্য ফাইলিং শুরু করে দিয়েছে।

অনলাইন মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইউরেশিয়ান ইকোনমিক কমিশন বা (EEC) আইফোনের সাতটি নতুন মডেকে সার্টিফিকেশন প্রদান করেছে। এই শংসাপত্রের জন্য এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে সমস্ত হার্ডওয়্যারকে ইইসি-এর ডেটাবেসে নিবন্ধিত হতে হয়।

ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের লিস্টিং বলছে, এখনও পর্যন্ত A2628, A2630, A2634, A2635, A2640, A2643 and A2645 মডেল নম্বরের সাতটি নতুন iPhone মডেল শংসাপত্র পাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া, জানা গেছে যে, প্রত্যেকটি মডেলই iOS 14 (আইওএস ১৪) ভার্সনে রান করবে। মডেল নম্বর এবং সফটওয়্যার ভার্সন ছাড়া ডিভাইসগুলির বিষয়ে ওই সার্টিফিকেশন সাইট আর কিছু প্রকাশ করেনি।

এ বছরের আইফোন লাইনআপ বা আইফোন ১৩ সিরিজে চারটি হ্যান্ডসেট থাকবে বলেই আশা করা হচ্ছে। তবে, ওপরের বর্ণিত মডেল নম্বরগুলির মধ্যে কোনটি আইফোন ১৩ সিরিজের ভ্যারিয়েন্ট, তা অবশ্য অজানা।

উল্লেখ্য, এই ধরনের সার্টিফিকেশন অর্জন করা সময়সাপেক্ষ ব্যাপার। তাই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি প্রোডাক্ট লঞ্চের আগেই প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াগুলি সেরে ফেলে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন