শীঘ্রই বাজারে আসতে পারে Piaggio Aprilla এর ইলেকট্রিক স্কুটার

Piaggio-র মালিকানাধীন Vespa এবং Aprilla টু-হুইলার ইন্ডাস্ট্রিতে অত্যন্ত সুপরিচিত দুটি নাম। Vespa-র কথায় আসলে পেট্রোল চালিত রেট্রো ডিজাইনের স্কুটারের পাশাপাশি এর ইলেকট্রিক ভেহিকেল বা ইভি সেগমেন্টেও উপস্থিতি আছে। সংস্থার বৈদ্যুতিন স্কুটার Vespa Elettrica এখন বেশ কয়েকটি আর্ন্তজাতিক বাজারে বিক্রি হচ্ছে। Piaggio দ্বারা নিয়ন্ত্রিত অপর সংস্থা Aprilla তার স্পোর্টি ডিজাইনের পারফরম্যান্স কেন্দ্রিক টু-হুইলারের জন্য প্রসিদ্ধ৷ তবে সুদূর ভবিষ্যতে Aprilla বৈদ্যুতিন স্কুটারও বাজারে আনতে পারে।

সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গেছে, Piaggio “eSR1″ নামে নতুন একটি ট্রেডমার্ক ফাইল করেছে। ফলে ধরে নেওয়া যায়, সংস্থাটি Aprilla ব্রান্ডেড বৈদ্যুতিন স্কুটারের ওপর কাজ শুরু করতে চলেছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ইউরোপিয়ান ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস স্টাইলাইজড ফ্রন্টে ”eSR1″ নামের লোগোযুক্ত একটি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন পাবলিশ করেছে। যদিও এটা কে দায়ের করেছে তা প্রকাশ করা হয়নি, Piaggio গ্রুপের কোনো রেফারেন্সও সেখানে উল্লেখ করা নেই। তবে Aprilla তার SR রেঞ্জের স্কুটারের জন্য যে লোগো ব্যবহার করে তার সাথে এই ট্রেডমার্কের SR অংশটি হুবহু মিলে যায়। ফলে নিঃসন্দেহে বলা যায়, পিয়াজিওই এই ট্রেডমার্কের নেপথ্যে। অপরদিকে ট্রেডমার্কে থাকা “e” উপসর্গটির মাধ্যমে ইলেকট্রিক অর্থটির দিকে যে পরোক্ষভাবে ইঙ্গিত করা হচ্ছে তা সহজেই বোধগম্য।

আবার এটাও শোনা যাচ্ছে, পিয়াজিওর হয়ে Jacobacci & Partners S.P.A ট্রেডমার্কটি দায়ের করেছে। জানিয়ে রাখি, এই ফার্ম পিয়াজিওর ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়গুলি পরিচালনা করে।

পিয়াজিওর মালিকানাধীন ভেস্পা গ্রুপের যেহেতু ইতিমধ্যে Vespa Elettrica বৈদ্যুতিন স্কুটার মার্কেটে উপলব্ধ। সেক্ষেত্রে এপ্রিলিয়ার আসন্ন eSR1 বৈদ্যুতিন স্কুটারে Vespa Elettrica এর কম্পোনেন্ট ব্যবহার করা হতে পারে। ফলে পিয়াজিওর রিচার্স ও ডেভলপমেন্টে সময় বলুন বা খরচ দুটোই বাঁচবে৷ তবে বাজারে উপলব্ধ Aprilla-র স্কুটারগুলি যেহেতু পারফরম্যান্স কেন্দ্রিক। তাই eSR1 স্পোর্টি ডিজাইন ও হাই পারফরমেন্সের সাথে আসতে পারে। আশা করা যায়, Piaggio কনসেপ্ট মডেল হিসেবে এটি শীঘ্রই প্রকাশ্যে আনবে।