৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন ব্র্যান্ড Redmi! Samsung কোথায় জেনে নিন

ভারতে বিভিন্ন দামের স্মার্টফোন থাকলেও, বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট গুলির বিক্রি বেশি। সেই কারণে ফোন নির্মাতারা এদেশে ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে একাধিক ডিভাইস লঞ্চ করে। এই রেঞ্জের স্মার্টফোন গুলিকে সাধারণত ‘ভ্যালু ফর মানি’ আখ্যা দেওয়া হয়। কারণ এখানে সাশ্রয়ী দামে অ্যাডভান্স ফিচারের সাথে হ্যান্ডসেটগুলি বাজারে আনা হয়। তবে একাধিক ফোন বাজারে উপলব্ধ থাকায়, কোন ব্র্যান্ডের ডিভাইস কেনা ঠিক হবে তা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তবে আপনি কী জানেন এই রেঞ্জে Xiaomi-র সাব ব্র্যান্ড, Redmi-র ফোনগুলি মানুষ বেশি পছন্দ করে? কিসের ভিত্তিতে বলছি? আসুন জেনে নেওয়া যাক…

৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে সেরা Redmi

CyberMedia Research (CMR) -এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, সাশ্রয়ী দামে দুর্দান্ত কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসার প্রতিযোগিতায় Samsung -কে পেছনে ফেলে দিয়েছে Redmi। রিপোর্ট অনুযায়ী, ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার রেঞ্জের প্রোডাক্ট কোয়ালিটির নিরিখে রেডমি ১০০ এর মধ্যে ৯১ পেয়েছে। যেখানে স্যামসাং, রেডমির চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে, অর্থাৎ কোরিয়ান ব্র্যান্ডটিকে ১০০ এর মধ্যে ৮৯ দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, ‘স্লিক অ্যান্ড স্টাইলিশ স্মার্টফোন ডিজাইন’, ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি’ এবং ‘ডিসকাউন্ট’ -এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে CMR -এর এই সার্ভেটি পরিচালিত হয়েছে এবং ভারতীয় স্মার্টফোন ইউজারদের মতামতকে সামনে রেখেই ‘বেস্ট ব্র্যান্ড কোয়ালিটি’ -র বিজেতাকে বাছাই করা হয়েছে। সেক্ষেত্রে ‘ব্র্যান্ড লয়ালিটি’ হিসাবে, ৪৮% মানুষ স্লিক অ্যান্ড স্টাইলিশ স্মার্টফোন পছন্দ করেছেন, ৪৬% মানুষ এক্সটেন্ডেড ওয়ারেন্টিকে প্রাধান্য দিয়েছেন এবং ৪২% মানুষ স্মার্টফোনের উপর ডিসকাউন্ট চেয়েছেন।

সাইবারমিডিয়া রিসার্চ (CMR) -এর প্রধান প্রভু রামের বিবৃতিতে, “স্মার্টফোন ব্র্যান্ডগুলি ধারাবাহিক ভাবে গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামে প্রোডাক্ট নিয়ে আসছে। তবে স্মার্টফোন মার্কেটের প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য ‘ব্র্যান্ড ট্রাস্ট’ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” এই বিষয়ে প্রভু রামের মত, “রেডমি, স্মার্টফোনের কোয়ালিটি নিয়ে দারুন কাজ করেছে।”

অন্যদিকে আমরা যদি ‘কনজিউমার স্যাটিসফ্যাকশন’ এর প্রসঙ্গে কথা বলি, তাহলে কিন্তু Samsung ৯৮% স্কোরের সাথে শীর্ষে অবস্থান করে আছে। অর্থাৎ, স্যামসাংয়ের স্মার্টফোন কেনার পর, ইউজারদের ফোনের পারফরম্যান্স বা ‘আফটার সার্ভিস’ নিয়ে তেমন কোনো সমস্যায় পরতে হয়নি। রেডমির প্রোডাক্ট কোয়ালিটি যতই ভালো থাকুক না কেন, ‘কনজিউমার স্যাটিসফ্যাকশন’ সেকশনে এসে স্যামসাংকে টেক্কা দিতে অসফল হয়েছে চীনা সংস্থাটি। পরিসংখ্যান অনুসারে, রেডমি ৯৬% স্কোরের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ভারতের প্রথম সারির স্মার্টফোন বিক্রেতা ব্র্যান্ড OnePlus এবং Realme যৌথভাবে ৯৩% রেটিংয়ের সাথে তৃতীয় স্থান দখল করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন