Voter-Aadhaar Link: ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্কের মেয়াদ বৃদ্ধি, ১০০০ টাকা কি লাগবে জানুন

১ এপ্রিল ২০২৪ এর আগে Aadhaar-Voter Link না করলে বাতিল হয়ে যাবে না আপনার Voter Card

আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড সংযুক্তকরণের (Aadhaar-Voter Link) কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এজন্য সরকার ২০২৩ সালের ১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে এখন সরকার এই সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করেছে। আরও একবছর ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক (Voter-Aadhaar Link) করার জন্য সময় পাওয়া যাবে। আপনি যদি এখনও এই কাজ না করে থাকেন তাহলে বলি, মোবাইল থেকে অনলাইনেই আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা সম্ভব।

Aadhaar-Voter Link না করলে কী ভোটার আইডি কার্ড বাতিল হবে

ভোটার আইডি কার্ডকে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করলে জাল ভোটিংয়ের সংখ্যা কমবে বলে মনে করছে সরকার। যদিও এই কাজ বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি যদি আধারের সাথে ভোটার আইডি কার্ড লিঙ্ক না করেন, তবে আপনার ভোটার আইডি কার্ড বাতিল হয়ে যাবে না, বা নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না। তবে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করলে ভালো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Aadhaar-Voter Link না করলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে?

আমরা জানি প্যান-আধার লিঙ্কের জন্য এখন ১,০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। তবে এই নিয়ম আধার-ভোটার কার্ড লিঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ধরনের কোনো জরিমানার কথা সরকারের তরফে ঘোষণা করা হয়নি।

Voter-Aadhaar Link কীভাবে করবেন

• ভোটার আইডি কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক করতে প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপ ডাউনলোড করতে হবে।

• এর পরে আপনাকে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটি খুলতে হবে এবং প্রয়োজনীয় অনুমোদন দিতে হবে। এরপর ‘Next’ বাটনে ক্লিক করুন।

• এরপর ‘Voter Registration’-এ ক্লিক করুন।

• তারপর ‘Electoral Authentication Form’-এ ক্লিক করুন।

• এবার ‘Start’ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এন্টার করুন।

• এর পরে, আপনাকে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।

• তারপর ‘Next’ এ ক্লিক করুন।

• এবার আপনাকে ভোটার আইডি বা EPIC নম্বর এন্টার করতে হবে।

এরপর ভেরিফিকেশনের পাশাপাশি আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।