বিদেশ গিয়েও মাত্র ১২১ টাকায় করতে পারবেন ফোন, সস্তায় নতুন আন্তর্জাতিক রোমিং প্ল্যান আনল Jio

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের কাজের উদ্দেশ্যে কিংবা বেড়াতে দেশের এদিক-ওদিক বা বাইরে যেতে হয়। এমতাবস্থায় যেসব সমস্যার মুখে পড়তে হয়, তার মধ্যে একটি হল মোবাইল নেটওয়ার্ক রোমিং সংক্রান্ত। নিজের এলাকার বাইরে পা রাখলে নেটওয়ার্ক পরিষেবা ব্যবহারের জন্য এই বিষয়টির কথা মাথায় রাখতেই হয়। তবে আপনি যদি Reliance Jio-র সিম ব্যবহার করেন, তাহলে আপনাকে আর রোমিং পরিষেবা এবং এর চার্জ নিয়ে ভাবতে হবেনা। কারণ কয়েক লাখ গ্রাহকের সন্তুষ্টির জন্য সম্প্রতি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি নতুন আন্তর্জাতিক রোমিং (IR) প্ল্যান ঘোষণা করেছে। ফলত এখন Jio গ্রাহকরা তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নিতে পারবেন। এছাড়া সংস্থা, রোমিং প্ল্যানগুলিকে শ্রেণীবদ্ধ করে সাজিয়েছে, যাতে করে সমস্ত প্ল্যান সম্পর্কে এক নজরে তথ্য পাওয়া যাবে।

রোমিং রিচার্জ করতে Jio গ্রাহকরা ইচ্ছেমতো ক্যাটেগরি বেছে নিতে পারবেন

আগে রিলায়েন্স জিও এলোমেলোভাবে রোমিং প্ল্যানগুলি অফার করত। তবে এখন ইউজারদের সুবিধার জন্য সংস্থাটি সমস্ত প্ল্যানগুলিকে পাঁচটি বিভাগে সংগঠিত করেছে – ট্রাভেল পাস (Travel Pass), রোম মোর প্যাক (Roam More Packs), ইন্টারন্যাশনাল ওয়াই-ফাই কলিং (International Wi-Fi Calling), গ্লোবাল প্যাক (Global Packs) এবং আইআর ডেটা-ওনলি (IR Data-Only) প্যাক৷ আসুন, এখন দেখে নিই এসব বিভাগে ঠিক কী কী প্ল্যান বা সুবিধা মিলবে।

১. Travel Pass: নতুন ট্র্যাভেল পাস বিভাগের অংশ হিসাবে জিও, ভিন্ন ভ্যালিডিটির তিনটি প্ল্যান অফার করছে যা ৩২টি দেশের বৈধ৷ এক্ষেত্রে বেস প্ল্যানের দাম পড়বে ৪৯৯ টাকা, যাতে ১ দিনের বৈধতায় ১০০ মিনিট ভয়েস কলিং, ১০০টি এসএমএস এবং ২৫০ এমবি ডেটা পাওয়া যাবে। আবার দ্বিতীয় প্ল্যানটির জন্য খরচ হবে ২,৪৯৯ টাকা যা ১০ দিনের বৈধতায় উল্লিখিত সমস্ত সুবিধা অফার করবে। একইভাবে এই ক্যাটেগরির সর্বশেষ প্ল্যানটি ৩০ দিন অর্থাৎ পুরো ১ মাসের বৈধতায় ১,৫০০ মিনিট ভয়েস কলিং (আউটগোয়িং) এবং ৫ জিবি হাই-স্পিড ডেটা মিলবে, এর মূল্য ৪,৯৯৯ টাকা। বলে রাখি, এই তিনটি প্ল্যানেই ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা থাকলে বিনামূল্যে ইনকামিং কল করা যাবে।

২. Jio Roam More IR: এই ক্যাটাগরির অধীনে তিনটি প্ল্যান রয়েছে এবং এগুলি ৪৪টি দেশে বৈধ হবে৷ এর মধ্যে ১,৪৯৯ টাকার বিকল্পটি ১৪ দিনের বৈধতা, ১৫০ মিনিট ভয়েস কল, ১ জিবি হাই-স্পিড ডেটা কোটা এবং ১০০টি এসএমএস ব্যবহার করতে দেবে। আবার এখানে ৩,৯৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে যা ৩০ দিনের বৈধতায় ২৫০ মিনিটের আউটগোয়িং কল, ওয়াই-ফাই কলিংয়ে ফ্রি ইনকামিং কল, হাই-স্পিড ডেটা এবং ১০০টি এসএমএস অফার করবে। এক্ষেত্রে বিভাগের ৫,৯৯৯ টাকার প্ল্যানটি বেছে নিলে ৪০০ মিনিটের আউটগোয়িং কল, ওয়াই-ফাই কলিংয়ের সাথে বিনামূল্যে ইনকামিং, ৫০০টি এসএমএস, ৬ জিবি হাই-স্পিড ডেটা ইত্যাদি পাওয়া যাবে।

৩. International Wi-Fi Calling: সদ্য লঞ্চ হওয়া এই প্ল্যানগুলি শুধুমাত্র ভারতে আন্তর্জাতিক কল করার কাজে লাগবে। এই বিভাগে ১২১ টাকা এবং ৫২১ টাকার দুটি প্ল্যান উপলব্ধ, যার মধ্যে প্রথমটি ওয়াই-ফাই কলিংসহ ১০০ মিনিটের ইনকামিং ও আউটগোয়িং কল এবং ২ দিনের বৈধতা অফার করবে। অন্যদিকে ৫২১ টাকার প্ল্যানটিতে পাওয়া যাবে ১০ ​​দিনের ভ্যালিডিটি এবং ৫০০ মিনিটের কলিং বেনিফিট।

৪. Jio Global IR: এখানে দুটি প্ল্যান রয়েছে ১,১০১ টাকা ১,১০২ টাকা দামের – এগুলি ১৩০টিরও বেশি দেশে বৈধ৷ এক্ষেত্রে ১,১০১ টাকার প্ল্যানটিতে ৯৩৩.০৫ টাকার ইউসেজ ভ্যালু, ৫টি এসএমএস এবং ২৮ দিনের বৈধতা উপলব্ধ। আর ১,১০২ টাকার প্ল্যানটি ৯৩৩.৯০ টাকার ইউসেজ ভ্যালু, ৫টি ফ্রি এসএমএস এবং ওয়াই-ফাই কলের সুবিধার সাথে ২৮ দিনের বৈধতা অফার করবে৷

৫. IR Data-Only: এই বিভাগে চারটি প্ল্যান আছে – ৭ দিনের বৈধতা ও ১ জিবি ডেটা অফারকারী ৯৯৯ টাকার প্ল্যান, ৭ দিনের বৈধতা ও ৫ জিবি ডেটা সুবিধাযুক্ত ২,৯৯৯ টাকার প্ল্যান, ১৪ দিনের বৈধতা ও ৮ জিবি ডেটা বিশিষ্ট ৪,৪৯৯ টাকার প্ল্যান এবং সর্বোপরি ২১ দিনের ভ্যালিডিটি ও ১০ জিবি ডেটা সুবিধা অফারকারী ৫,৮৯৯ টাকার রোমিং প্ল্যান।