লঞ্চের আগেই ফাঁস Huawei Nova 8 ও Nova 8 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন

চীনা স্মার্টফোন কোম্পানি Huawei আগামী ২৩ ডিসেম্বর ঘরেলু মার্কেটে Nova 8 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজে দুটি ফোন থাকবে Huawei Nova 8 ও Nova 8 Pro। এর মধ্যে নোভা ৮ ফোনটির কিছুদিন আগেই ছবি ফাঁস হয়েছিল। এবার টিপ্সটার Digital Chat Station মাইক্রোব্লগিং সাইট উইবো তে এই সিরিজের স্পেসিফিকেশন সামনে আনলেন। হুয়াওয়ে নোভা ৮ সিরিজে OLED প্যানেল, কিরিন ৯৮৫ প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। আসুন দুটি ফোনের বিষয়ে বিস্তারিত জেনে নিই।

Huawei Nova 8 ও Nova 8 Pro এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ৮ ফোনে ৬.৫ ইঞ্চি OLED প্যানেল থাকবে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। আবার এর পিক্সেল রেজোলিউশন ১০৮০x২৩৪০ এবং ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আবার নোভা ৮ প্রো তে আছে ৬.৭২ ইঞ্চি কার্ভড এজ OLED প্যানেল, পিক্সেল রেজোলিউশন ২৬৭৬x১২৩৬ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ১০ বিট কালার ডেপ্থ অফার করে। এতেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Nova 8 ও Nova 8 Pro ফোনে থাকবে কিরিন ৯৮৫ প্রসেসর। আবার এতে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। দুটি ফোনেই ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এর মধ্যে নোভা ৮ ফোনে থাকবে ৩,৭০০ এমএএইচ ব্যাটারি। আবার প্রো ভার্সনটি ৩,৯০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

আবার হুয়াওয়ে নোভা ৮ ও নোভা ৮ প্রো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য প্রো ভার্সনে আছে ৩২ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার স্ট্যান্ডার্ড ভার্সন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসবে।