শিশুদের স্বাস্থ্যের খেয়াল রাখতে লঞ্চ হল InBase Urban Fab স্মার্টওয়াচ, জেনে নিন দাম ও ফিচার

বাচ্চাদের জন্য একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল দেশীয় টেক ব্র্যান্ড InBase। অভিনব ডিজাইন ও চারটি আকর্ষণীয় রঙের সাথে আগত Urban Fab নামের এই স্মার্টওয়াচে, ১০০টিরও বেশি ওয়াচ ফেস এবং কল-মেসেজ নোটিফিকেশন অ্যালার্ট ফিচার উপলব্ধ। আবার, বাচ্চারা যাতে তাদের দৈনিক দিনলিপি অনুসরণ করে চলে, তার জন্য ১০টি স্বতন্ত্র অ্যালার্ম অপশন রয়েছে ডিভাইসে। ফলে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, খেলতে যাওয়ার মতো প্রতিদিনের কাজকর্ম সময় মতো মনে করিয়ে দেবে এই নয়া স্মার্টওয়াচ। আবার করোনা ভাইরাসের বিভীষিকা পুরোপুরি ভাবে নিঃশেষ হওয়ার আগেই দেশজুড়ে স্কুল খুলে দেওয়ায় শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে এখন বিশেষ উদ্বিগ্ন থাকছেন অভিভাবকেরা। তাই InBase তাদের এই ডিভাইসে হার্ট রেট মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং ফিচার অন্তর্ভুক্ত করেছে। এছাড়া থাকছে একাধিক স্পোর্টস মোড ও চাইল্ড লক ফিচার। তাই সন্তানদের স্বাস্থ্য ও গতিবিধি পর্যবেক্ষণ করতে আপনি যদি InBase Urban Fab স্মার্টওয়াচ কিনতে চান, তবে এই প্রতিবেদন থেকে এর দাম, প্রাপ্যতা ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নিন।

ইনবেস আরবান ফ্যাব স্মার্টওয়াচের ফিচার (InBase Urban Fab smartwatch features)

রোজকার পড়াশোনার মাঝেও শিশুরা যাতে একটু বিনোদনের ছোঁয়া পায়, তার জন্য ইনবেস তাদের এই নয়া স্মার্টওয়াচে ৪টি ইন-বিল্ট গেম উপলব্ধ রেখেছে। আবার, গেম খেলাকালীন বাচ্চাদের হাত থেকে ডিভাইসটি জলে পরে গেলেও যাতে তা ক্ষতিগ্রস্থ না হয়, তার জন্য এটি IP68 ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে।

বিনোদনের পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও সমান খেয়াল রাখবে এই স্মার্ট ঘড়ি। যেমন এতে থাকা হার্ট রেটিং সেন্সর ও স্লিপ ট্রেকিং ফিচার প্রতি মুহূর্তে শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে অভিভাবকদের আপডেটেড রাখবে। আবার স্পোর্টস ফিচার হিসাবে সামিল থাকছে, ওয়াকিং, রানিং সহ একাধিক মোড। ফলে বাচ্চার স্বাস্থ্য সম্পর্কিত ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলে তা স্মার্টওয়াচ থেকেই পর্যবেক্ষণ করতে পারেন আপনারা। এছাড়া, ১০০টির বেশি ওয়াচ ফেস উপলব্ধ থাকছে উক্ত ডিভাইসে। সাথে, কল-মেসেজ নোটিফিকেশন থেকে শুরু করে ১০টি স্বতন্ত্র অ্যালার্ম অপশনের সুবিধাও পাওয়া যাবে ইনবেস আরবান ফ্যাব স্মার্টওয়াচে।

শিশুদের ক্রমবিকাশের জন্য তাদের যথাযথ ভাবে মনিটরিং করাও প্রয়োজন। শিশুরা যাতে স্মার্টওয়াচের অপব্যবহার না করে, তার জন্য এটি চাইল্ড লক ফিচারের সাথে এসেছে। তাই কখনো কোনো সমস্যা দেখা দিলে পাসওয়ার্ড এন্টার করার মাধ্যমে আপনারা এই ওয়াচ লক করতে পারবেন। পরিশেষে আসা যাক এর ব্যাটারি ব্যাকআপের প্রসঙ্গে। InBase Urban Fab স্মার্টওয়াচ সাধারণ ওয়ার্কিং অ্যাক্টিভিটির সাথে ৭ দিন পর্যন্ত এবং স্ট্যান্ডবাই মোডে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

ইনবেস আরবান ফ্যাব স্মার্টওয়াচের দাম ও প্রাপ্যতা (InBase Urban Fab smartwatch price and avaibility)

ইনবেস আরবান ফ্যাব স্মার্টওয়াচের দাম ৫,৪৯৯ টাকা। কিন্তু, লঞ্চ অফারের হিসাবে এটিকে সীমিত সময়ের জন্য মাত্র ২,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। আগ্রহীদের জানিয়ে রাখি, আগামী ২৫ ডিসেম্বরে এই স্মার্টওয়াচকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলভ্য করা হবে এবং এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। ইনবেস আরবান ফ্যাব – পিঙ্ক, ব্লু, লাইট পার্পেল এবং আর্মি গ্রীন কালারে পাওয়া যাবে।