Vivo Y75 5G চলতি মাসেই ভারতে পা রাখছে, Dimensity 700 প্রসেসর সহ থাকবে 8GB র‍্যাম

চলতি মাসেই ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে Vivo Y21e স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। এছাড়া, Vivo Y55 5G ফোনটিও এই সপ্তাহের শুরুতেই তাইওয়ানে আত্মপ্রকাশ করেছে। তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো এই মাসের শেষের দিকেই তাদের ‘Y’ সিরিজের আরেকটি নয়া মডেল, Vivo Y75 5G- এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ বাজারে পা রাখতে পারে। এই ভিভো স্মার্টফোনকে গত বছর একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।

Vivo Y75 5G ভারতের বাজারে আসতে পারে জানুয়ারিতেই

মাইস্মার্টপ্রাইসের (MySmartPrice) তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভিভো ওয়াই৭৫ ৫জি ফোনটি জানুয়ারির শেষের দিকে ভারতের বাজারে আসতে পারে। যদিও সংস্থার তরফে এই স্মার্টফোনের লঞ্চ সংক্রান্ত কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে, মনে করা হচ্ছে ভিভো এই ফোনটিকে প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ ২৬ জানুয়ারি এদেশের বাজারে উন্মোচন করতে পারে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, ভিভো ওয়াই৭৫ ৫জি স্মার্টফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Vivo Y75 5G ফোনটি সম্প্রতি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এর পাশাপাশি ইন্দোনেশিয়ার টেলিকম ডেটাবেস ওয়েবসাইটেও স্পট করা হয়েছে। এই সাইট থেকে জানা গেছে, স্মার্টফোনটির মডেল নম্বর V2142। উল্লেখ্য, এই একই মডেল নম্বর সহ একটি ভিভো স্মার্টফোন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও দেখা গেছে। এই লিস্টিং থেকে প্রকাশ্যে এসেছে, Vivo Y75 5G ফোনে থাকবে MT6833V/ZA ওরফে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, যার ক্লকস্পিড ২ গিগাহার্টজ। গিকবেঞ্চ তালিকা থেকে আরও জানা গেছে, এই ফোনে পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম এবং এটি রান করবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে।

উল্লেখযোগ্যভাবে, Vivo Y75 5G ফোনটিকে গতবছর জুন মাসে V2060 মডেল নম্বর সহ গিকবেঞ্চে দেখা গিয়েছিল। সেই সময়ে, সাইটের লিস্টিং থেকে জানা যায়, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট ও ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে