দাম হবে সস্তা, Vivo X80 Lite আসছে লেটেস্ট Snapdragon 7 Gen 1 প্রসেসরের সাথে

স্মার্টফোন নির্মাতা ভিভো (Vivo) গত এপ্রিলে তাদের ফ্ল্যাগশিপ X80 সিরিজের অধীনে Vivo X80 এবং Vivo X80 Pro মডেল দুটি লঞ্চ করেছে। তবে জল্পনা চলছে অক্টোবর মাসে এই সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট হিসেবে Vivo X80 Pro+ হ্যান্ডসেটটি উন্মোচন করা হবে। তবে সম্প্রতি একটি নতুন রিপোর্টে দাবি করা হয় যে, X80 লাইনআপে Vivo X80 Lite নামে আরও একটি মডেলও যুক্ত করা হবে। যদিও, উল্লিখিত ডিভাইসটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব কম তথ্যই সামনে এসেছে, তবে আজ আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে, Vivo X80 Lite ফোনে স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর থাকবে।

Vivo X80 Lite কি কি অফার করতে পারে?

চীনের মাইক্রো ব্লগিং সাইট, উইবো তে এক টিপস্টার দাবি করেছেন যে, ভিভো এক্স৮০ লাইট লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর সহ আসবে। এই চিপসেটটি কোয়ালকমের একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ অফার, যা ক্ষমতার দিক থেকে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ সিরিজের নীচে রয়েছে। চিপসেটটি স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটিকে হাই-মিড রেঞ্জের স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের উত্তরসূরি বলা হচ্ছে, যা স্ন্যাপড্রাগন ৮৭০-এর নীচে স্থান পেয়েছে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভিভো এক্স৮০ লাইট সম্পর্কে অন্য কিছু জানা যায়নি। ভিভো সাধারণত তাদের ফ্ল্যাগশিপ ফিচারগুলি প্রদর্শন করতে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলি ব্যবহার করে থাকে, আর Vivo X সিরিজের ডিভাইসগুলিতে সাধারণত সংস্থার অত্যাধুনিক ক্যামেরা ফিচারগুলি অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ, এক্স৮০ প্রো -তে ভিভো ৩৬০-ডিগ্রি হরাইজন লেভেল স্টেবিলাইজেশন এবং সিনেমাটিক ভিডিও বোকেহ-এর মতো ফিচারগুলি অফার করে। এটি স্ট্যান্ডার্ড এক্স৮০-তেও উপলব্ধ রয়েছে। তবে এখনও স্পষ্টভাবে জানা যায়নি যে, এই ফিচারগুলি আসন্ন এক্স৮০ লাইটেও থাকবে কিনা।

জানিয়ে রাখি, আসন্ন X80 Pro+-এ আপগ্রেডেড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে বলে জানা গেছে। আবার ক্যামেরা বিভাগেও আপগ্রেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ৪৮ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। তার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের লেন্সটি ফোনের আল্ট্রা-ওয়াইড ইউনিটকে শক্তি দিতে পারে এবং বাকি ৫০ মেগাপিক্সেলের সেন্সরগুলি অন্যান্য বৈশিষ্ট্যগুলির সাথে ওয়াইড টেলিফোটো জুম লেভেল অফার করতে পারে। Vivo X80 Pro-এ প্রো ফিচার হিসেবে ৮কে (8K) ভিডিওগ্রাফি অফার করা হয়। আর X80 সিরিজের আসন্ন লাইট ভ্যারিয়েন্টে কি কি ফিচার যোগ করা হয়, তাই এখন দেখার।

উল্লেখ্য, Vivo X80 Pro হ্যান্ডসেটটি ৭৯,৯৯৯ টাকা মূল্যে লঞ্চ করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড X80 মডেলটির দাম ৫৪,৯৯৯ টাকা। যদিও স্বাভাবিকভাবেই টপ-এন্ড X80 Pro+ মডেলটির দাম এগুলির তুলনায় বেশি হবে বলে আশা করা যায়। তবে, Vivo X80 Lite সেই জায়গায় এই ফ্ল্যাগশিপ লাইনআপের একটি সাশ্রয়ী মূল্যের অফার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।