Cosmic Byte Equinox Kronos ও Cosmic Byte Neutrino ওয়্যারলেস হেডফোন ভারতে লঞ্চ হল

ভারতীয় গেমিং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Cosmic Byte এবার ভারতীয় ক্রেতাদের জন্য নিয়ে আসলো নতুন দুটি গেমিং হেডসেট। এগুলি হল Cosmic Byte Equinox Kronos এবং Cosmic Byte Neutrino। গেম প্রেমীদের উদ্দেশ্য করে তৈরি নতুন দুটি হেডসেট মনোরম অডিও এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। তবে এর মধ্যে ক্রোনোস হেডফোনটি হলো ওয়্যারলেস গেমিং হেডসেট এবং নিউট্রিনো হেডফোনটি ওয়্যার সহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Cosmic Byte Equinox Kronos এবং Cosmic Byte Neutrino দুটি হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Cosmic Byte Equinox Kronos এবং Cosmic Byte Neutrino হেডফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে কসমিক বাইট ক্রোনোস এবং কসমিক বাইট নিউট্রিনো হেডফোনের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৬,৪৯৯ টাকা এবং ৪,৪৯৯ টাকা। উভয়ই হেডফোনই সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ।

Cosmic Byte Equinox Kronos এবং Cosmic Byte Neutrino হেডফোনের স্পেসিফিকেশন ও ফিচার

এরগণমিক ডিজাইনের সাথে এসেছে নতুন কসমিক বাইট ক্রোনোস এবং কসমিক বাইট নিউট্রিনো হেডফোন। উভয় হেডফোনই টেকসই উপাদানের তৈরি এবং গেমিংয়ের জন্য উপযুক্ত। এর মেটাল আর্মব্যান্ড এবং অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহারকারীকে দীর্ঘক্ষন ধরে স্বাচ্ছন্দ প্রদান করতে পারবে। তাছাড়া হেডফোন দুটিতে মনোরম অডিও এক্সপিরিয়েন্স প্রদান করার জন্য ডলবি অ্যাটমস টেকনোলজি সাপোর্ট করবে। শুধু তাই নয়, এই টেকনোলজি ব্যবহারকারীকে গেমের শব্দ চারপাশ থেকে শুনতে সাহায্য করবে। তাছাড়া গেমাররা যাতে দীর্ঘক্ষন ধরে গেমিং সেশন উপভোগ করতে পারেন, তার জন্য হেডফোন দুটিতেই রয়েছে নরম এবং উচ্চ গ্রেডের মেমোরি ফোম।

তদুপরি নতুন ক্রোনোস হেডফোনে ব্যবহৃত হয়েছে ৫০ এমএম হাই ফিডেলিটি ড্রাইভার এবং হেডফোনটি ২০ এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি প্রদান করতে সক্ষম। তাছাড়া এর ইয়ারকাপে থাকা নির্দিষ্ট বটন হেডফোনের বিভিন্ন ফাংশন যেমন মিউট, ভলিউম, এলইডি লাইট ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাছাড়া নতুন এই হেডফোনকে ওয়্যারলেস এবং ওয়্যার সহ ব্যবহার করা যাবে। এমনকি এতে রয়েছে ৩.৫ এমএম এইউএক্স ইনপুট। যার সঙ্গে সরাসরি কেবল যুক্ত করা যাবে। সর্বোপরি, Cosmic Byte Equinox Kronos হেডফোনটি একবার চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

অন্যদিকে, নিউট্রিনো গেমিং হেডফোনটি অন/অফ বাটনের সাথে এসেছে, যা এলইডি লাইট কন্ট্রোল করতে সাহায্য করবে। তাছাড়া এর কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ইউএসবি সি এবং ৩.৫ এমএম কেবল। এমনকি ব্যবহারকারীর সুবিধার্থে এর সাথে দেওয়া হয়েছে ১.৮ মিটার লম্বা বিনুনি আকৃতির কেবল। শুধু তাই নয়, এর ডিটাচেবল মাইক্রোফোন দুইভাবে ব্যবহারযোগ্য। ইউজার চাইলে এটিকে গেমপ্লে সময় ব্যবহার করতে পারেন, আবার তার পছন্দমতো এই মাইক খুলেও রাখতে পারেন। তদুপরি, Cosmic Byte Neutrino হেডফোনে ইউনিডাইরেকশনাল এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন মাইক্রোফোন উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *