Sony WH-CH520: ফুল চার্জে চলবে ৫০ ঘন্টা, সনি লঞ্চ করল নতুন হেডফোন

ভারতীয় বাজারে Sony WH-CH520 হেডফোনের দাম রাখা হয়েছে ৪,৪৯০ টাকা

গত মাসেই ভারতে এসেছে Sony WH-CH720 ওভার-ইয়ার হেডফোন। এখন আবার জাপানি সংস্থাটি আরেকটি নতুন হেডফোন নিয়ে এদেশে হাজির হল, যার নাম Sony WH-CH520। নতুন মডেলটি এর পূর্বসূরীর টোনড ডাউন ভার্সন। এতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, বিল্ট-ইন মাইক্রোফোন, ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি এবং ৫০ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন Sony WH-CH520 হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Sony WH-CH520 -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony WH-CH520 হেডফোনের দাম রাখা হয়েছে ৪,৪৯০ টাকা। এটি ব্ল্যাক, ব্লু, বেইজ এবং হোয়াইট কালার অপশনে এসেছে। উল্লেখ্য, সনি এক্সক্লুসিভ স্টোর, জনপ্রিয় অফ লাইফ স্টোর এবং ই-কমার্স পোর্টাল থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই হেডফোনটি।

Sony WH-CH520 -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Sony WH-CH520 হেডফোন এডজাস্টেবল হেডব্যান্ড এবং গোলাকৃতির নরম ইয়ার প্যাড সহ এসেছে। ফলে ইউজার দীর্ঘক্ষণ এটি ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। এর ডান দিকের ইয়ারকাপে পাওয়ার ও ভলিউম বাটন এবং ইউএসবি পোর্ট বর্তমান।

অন্যদিকে, হেডফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০ এমএম ডায়নামিক ড্রাইভার। পাশাপাশি এতে সংস্থার ডিএসইই অডিও টেকনোলজি উপলব্ধ। শুধু তাই নয়! সনি হেডফোন অ্যাপ ব্যবহার করে এই অডিও ডিভাইসের সাউন্ড এবং সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। তদুপরি নয়া হেয়ারেবলটি হ্যান্ডস ফ্রি কলিংয়ের জন্য বিল্ট-ইন মাইক্রোফোন এবং ভয়েস কম্যান্ড সাপোর্ট সহ এসেছে।

এখানেই শেষ নয়! Sony WH-CH520 হেডফোনটি একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সেইসঙ্গে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার নিকটবর্তী ডিভাইসের সঙ্গে দ্রুত কানেক্ট হওয়ার জন্য এতে রয়েছে গুগল ফার্স্ট পেয়ার এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। উপরন্তু হেডফোনটিকে একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে।