Realme Narzo 50 সিরিজ, Realme Smart TV Neo, Band 2 আজ ভারতে লঞ্চ হচ্ছে, ফিচার দেখে নিন

আজ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ভারতে একটি মেগা লঞ্চ ইভেন্ট হোস্ট করতে চলেছে Realme। এই ইভেন্টে সংস্থাটি Realme Narzo 50 সিরিজের ওপর থেকে পর্দা সরাবে। পাশাপাশি Realme Smart TV Neo (32 ইঞ্চি) এবং মালয়েশিয়ায় লঞ্চ হওয়া Realme Band 2 ফিটনেস ট্র্যাকারও আজ ভারতে পা রাখতে চলেছে। আমাদের অনুমান, Narzo 50 সিরিজের অধীনে দুটি স্মার্টফোন আসবে – Narzo 50A এবং Narzo 50i। অন্যদিকে একাধিক হেলথ ফিচার সমন্বিত Realme Band 2-এ পূর্বসূরীর চেয়ে বড় ডিসপ্লে দেখা যাবে। আবার ৩২ ইঞ্চির স্মার্টটিভিতে ডলবি অডিও ও ইন-বিল্ট ইউটিউবের সাপোর্ট পাওয়া যাবে।

Realme প্রোডাক্টগুলি কখন লঞ্চ করা হবে?

আগেই বলেছি Realme Narzo 50 সিরিজ, Band 2 এবং Smart TV Neo (32 ইঞ্চি) -এই তিনটি নয়া প্রোডাক্ট লঞ্চ করতে সংস্থাটি একটি ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট আজ দুপুর ১২.৩০ থেকে শুরু হবে। এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্টটি Realme ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা যাবে। নীচে লাইভস্ট্রিমের লিঙ্ক দেওয়া হল।

Realme Narzo 50 সিরিজ স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডেডিকেটেড মাইক্রোসাইটের দৌলতে রিয়েলমি নারজো ৫০এ (Realme Narzo 50A) ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, প্রসেসর, ক্যামেরা সম্পর্কে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে। যেমন, এই ফোনে, এআরএম কর্টেক্স এ৭৫ সিপিইউ এবং মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর পাওয়া যাবে। এতে, ৫০ মেগাপিক্সেল এআই সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সমেত একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আবার রিয়েলমি নারজো ৫০এ ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি ৫৩ দিন স্ট্যান্ডবাই টাইম, ৪৮ ঘন্টা কলিং, ৮ ঘন্টা গেমিং টাইম অফার করবে। আবার ফোনে থাকা সুপার পাওয়ার সেভিং মোড, ব্যাটারি লাইফ ৫% বাড়াবে।

অন্যদিকে ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে, রিয়েলমি নারজো ৫০ আই-এর সামনে টিয়ারড্রপ নচযুক্ত ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের ডানদিকে ভলিউম বাটন ও পাওয়ার কী দেওয়া আছে। এবং বামদিকে সিম কার্ড ট্রে থাকবে। ফোনের প্রান্তদেশে ৩.৫ মিমি জ্যাক, একজোড়া মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং স্পিকার গ্রীল রয়েছে।

Realme Band 2 স্পেসিফিকেশন

রিয়েলমি ব্যান্ড ২ এর জন্য তৈরী মাইক্রোসাইটে দেখা গেছে, এতে একটি ১.৪ ইঞ্চির (১৪৭x৩২০ পিক্সেল) কালার টাচ-স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৫০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফিটনেস ব্যান্ড, জিএইচ৩০১১ সেন্সর সহ আসবে, যা রিয়েল-টাইম হার্ট রেট মনিটনিং করবে। এছাড়া থাকছে, একটি ব্লাড অক্সিজেন (SpO2) সেন্সর এবং রানিং, হাইকিং, যোগা, বাস্কেটবল, ক্রিকেট, আউটডোর রান সহ মোট ৯০টি স্পোর্টস মোড।

Realme Smart TV Neo 32-inch স্পেসিফিকেশন

মাইক্রোসাইট অনুযায়ী, রিয়েলমি স্মার্ট টিভি নিও, ৩২ ইঞ্চি বেজেল বিহীন LED ডিসপ্লে প্যানেল সহ আসবে। এই ডিসপ্লে, টিইউভি রাইনল্যান্ড লো-ব্লু লাইট সার্টিফাইড। সাউন্ডের ক্ষেত্রে এই স্মার্টটিভিতে ২০ ওয়াটের ডুয়েল ডলবি অডিও স্পিকার থাকবে। রিয়েলমি স্মার্ট টিভি নিও (৩২-ইঞ্চি) -তে ইন-বিল্ট ইউটিউব প্ল্যাটফর্মের সাপোর্ট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন