উপলক্ষ ছাড়াই Redmi K70 সিরিজে চলছে ডিসকাউন্ট, কত টাকা সস্তায় পাবেন দেখুন

পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন বা গেমিং ডিভাইস হিসেবে গ্রাহকদের মধ্যে রেডমির K-সিরিজের বেশ জনপ্রিয়তা রয়েছে। গত বছর নভেম্বরে Redmi K70 সিরিজ চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70E। লঞ্চের তিন মাস পরে এখন, প্রথম দুটি মডেলের একটি নতুন মেমরি অপশন বাজারে এসেছে। একইসাথে, কোম্পানি সীমিত সময়ের জন্য Redmi K70 এবং Redmi K70 Pro-এর নতুন সহ সমস্ত ভ্যারিয়েন্টে ডিসকাউন্ট ঘোষণা করেছে।

Redmi K70 এবং Redmi K70 Pro-এর নতুন ভ্যারিয়েন্ট

রেডমি কে৭০ এবং রেডমি কে৭০ প্রো এখন ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনেও কেনা যাবে। যেখানে এতদিন ১২ জিবি র‍্যাম শুধুমাত্র ২৫৬ জিবি স্টোরেজের সাথে পাওয়া যেত। নতুন ভ্যারিয়েন্টের বিক্রি আজ অর্থাৎ ১ মার্চ থেকে শুরু হবে। কে৭০ এবং কে৭০ প্রো-এর নতুন মডেলের দাম যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,২৩৫ টাকা) এবং ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৬০০ টাকা)। এছাড়াও, ব্র্যান্ড উভয় ফোনেরই পাঁচটি মেমরি ভ্যারিয়েন্টে ১০০ ইউয়ান (প্রায় ১,১৫০ টাকা) ছাড় দিচ্ছে।

Redmi K70

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৬৩০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৯৩০ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,১০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৩৯০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা)

Redmi K70 Pro

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪০,৩০০ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪১,৫০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৭৫০ টাকা)

২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৫১০ টাকা)

যেহেতু, Redmi K70E (বিশ্ব বাজারে Poco X6 Pro নামে উপলব্ধ) ছাড়া, K70 সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো এখনও চীনের বাইরে লঞ্চ হয়নি, তাই এই ফোনগুলি কিনতে আগ্রহী হলে, সরাসরি আমদানি করা ছাড়া উপায় নেই।