প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস, 5Gi গ্রামেও পৌঁছে দেবে 5G পরিষেবা

5Gi Technology: ‘টেলিকম রেগুলেটরি অথরিটি’ বা সংক্ষেপে TRAI -এর রজত জয়ন্তী উদযাপন সমাবেশে ভাষণ দেওয়া কালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, 5Gi প্রযুক্তির উপর জোর দেওয়ার কথা বলেন। তিনি বলেছেন “5Gi প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে দেশের নিজস্ব 5G স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে, যা অত্যন্ত গর্বের বিষয়।” আর এই প্রযুক্তি, ভারতের শহর থেকে মফস্বল এমনকি প্রত্যন্ত গ্রামেও ৫তম প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক বা 5G নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি মহাশয়। এক্ষেত্রে আপনাদের মধ্যে হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগছে, 5Gi প্রযুক্তি আসলে কী? আসুন তাহলে এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক…

5Gi প্রযুক্তি কি?

৫জিআই (5Gi) শব্দটির সম্পূর্ণ অর্থ হল – ৫জি ইন্ডিয়া (5G India)। এটি 5G নেটওয়ার্কের ভারতীয় স্ট্যান্ডার্ড, যা সম্পূর্ণরূপে ভারতে তৈরি অর্থাৎ আইআইটি হায়দ্রাবাদ এবং মাদ্রাজ (চেন্নাই) দ্বারা তৈরি। এই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই ‘ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইউনিট’ (ITU) দ্বারা অনুমোদিত হয়েছে। তবে, কার্যকারিতার নিরিখে ৫জিআই প্রযুক্তি তথাকথিত ৫জি নেটওয়ার্কের থেকে তুলনায় কম শক্তিশালী হবে। ব্যাপারটা একটু বিশদে বলি। ৫জি প্রযুক্তির ক্ষেত্রে বেশি ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথে কাজ করা হয়, যার দরুন ইন্টারনেট স্পিড খুব বেশি হয়। কিন্তু, ৫জিআই প্রযুক্তি কম ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথে কাজ করে, যার জন্য কভারেজ বেশি থাকলেও, স্পিড কম হবে। এমত পরিস্থিতিতে, অধিক কভারেজ থাকার জন্য এই প্রযুক্তি গ্রামীণ এলাকায় ৫জি নেটওয়ার্ক প্রদানে সাহায্য করবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত। এছাড়াও, ৫জিআই প্রযুক্তি চালু করার জন্য খরচও যথেষ্ট কম হবে বলে জানা গেছে।

5Gi প্রযুক্তি চালু করার সুবিধা কি হবে?

বিশেষজ্ঞদের মতে, ভারতের ডিজিটাল তথা অর্থনৈতিক অগ্রগতির দিক থেকে ৫জিআই নেটওয়ার্ক অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে পারে। কেননা, এই ৫জিআই রেডিও ইন্টারফেস প্রযুক্তি চালু করার ক্ষেত্রে খরচ তুলনায় অনেকটাই কম হবে। একই সাথে, ভারতের গ্রামীণ অঞ্চলেও আরও ভাল কভারেজ অফার করার দরুন ডিজিটাল ইন্ডিয়ার ভাবনা সাফল্যমণ্ডিত হবে।

5Gi প্রকল্প বাস্তবায়নে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে?

বর্তমান সময়ে, গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ৫জি নেটওয়ার্কিং পরীক্ষা করা হচ্ছে। সোজা ভাষায় বললে, সমস্ত টেলিকম সংস্থাগুলি ৫জি নেটওয়ার্কিং রোলআউটের জন্য গ্লোবাল ফ্রিকোয়েন্সির উপর কাজ করছে। আর এই পরিস্থিতিতে, ৫জিআই প্রযুক্তির আগমন ঘটলে, এই নয়া নেটওয়ার্কিং সিস্টেমের জন্য টেলিকম এবং স্মার্টফোন সংস্থাগুলিকে পুনরায় সময় ও অর্থ বিনিয়োগ করতে হবে। এছাড়াও, ৫জি টেস্টিংয়ের মতো অন্যান্য আবশ্যিক কাজগুলিকেও সম্পন্ন করতে হবে। যা শুধুমাত্র ৫জি নেটওয়ার্কের রোলআউটে বিলম্ব করবে না, সাথে খরচের পরিমানও বাড়াবে।