iQOO 8 সিরিজে থাকবে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 2K E5 ডিসপ্লে, কবে লঞ্চ হচ্ছে জেনে নিন

iQOO তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। আগামী ১৭ আগস্ট চীনে iQOO 8 সিরিজ লঞ্চ হবে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসতে পারে – iQOO 8, iQOO 8 Pro। লঞ্চের আগে কোম্পানির তরফে ফোনগুলির ফিচার টিজ করা হচ্ছে। ইতিমধ্যেই জানা গেছে প্রো ভ্যারিয়েন্টে Snapdragon 888+ প্রসেসর থাকবে। আবার ফোনগুলি 2K রেজোলিউশনের Samsung E5 ডিসপ্লে সহ আসবে। এখন লঞ্চের আগে iQOO 8, iQOO 8 Pro ফোন দুটিকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এখান থেকে ফোনগুলির ফাস্ট চার্জিং ক্যাপাসিটি জানা গেছে।

iQOO 8 সিরিজের 3C লিস্টিং

3C সার্টিফিকেশন সাইটে আইকো ৮ সিরিজের দুটি ফোনকে দেখা গেছে, যাদের মডেল নম্বর V2141A এবং V2136A। জানা গেছে এই ফোনগুলিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য আগেই গুঞ্জন ছিল আইকো ৮ সিরিজ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হবে। এই চার্জিং প্রযুক্তি ১৫ মিনিটে ফোনকে ফুল চার্জ করে দেবে। এছাড়া 3C সার্টিফিকেশন সাইটে V2133A মডেল নম্বরের আরেকটি ফোন খুঁজে পাওয়া গেছে, যেটি ভিভো এক্স৭০ সিরিজের ফোন হতে পারে। এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

iQOO 8 সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে

টিপস্টার অভিষেক যাদব আগেই জানিয়েছিলেন, আইকো ৮ ফোনে 2K E5 AMOLED ১০ বিট স্ক্রিন থাকবে। এই ডিসপ্লেতে থাকবে LTPO ( লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড) প্রযুক্তি। আবার এই ডিসপ্লে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট অফার করবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। এই ফোনে ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করবে।

iQOO 8 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে, যার উপর অরিজিনওএস এর লেয়ার থাকবে। আবার প্রো ভ্যারিয়েন্টে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর। এই প্রসেসর হল কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর। তবে বেস মডেলের প্রসেসর নিয়ে এখনও কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন