64MP ট্রিপল ক্যামেরার সঙ্গে আসছে Infinix Note 30, ফিচার্স ছাড়াও ডিজাইনও লিক হল

গত বছর অক্টোবর মাসে ইনফিনিক্স তাদের Note সিরিজের অধীনে Infinix Note 12 (2023) লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানিটি এর উত্তরসূরি হিসাবে আরেকটি Note ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Infinix Note 30 নামে আত্মপ্রকাশ করবে। তবে শোনা যাচ্ছে, Infinix Note 30 সিরিজে স্ট্যান্ডার্ড মডেল ছাড়াও Infinix Note 30 Pro এবং Infinix Note 30 VIP Edition-ও আসতে পারে। এখন Note 30-এর কিছু লাইভ ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা এর ডিজাইনের পাশাপশি স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেছে। Infinix Note 30-এর ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউট থাকবে এবং এটি ৮ জিবি র‍্যাম সহ একটি মিডিয়াটেকের প্রসেসর দ্বারা চালিত হবে। রেন্ডারগুলি এই ইনফিনিক্স ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমন্বিত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের উপস্থিতিরও ইঙ্গিত দিয়েছে৷ আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Infinix Note 30 এর লাইভ ইমেজ ফাঁস হল

টিপস্টার পারস গুগলানি ও এমইএফমোবাইল যৌথভাবে ইনফিনিক্স নোট ৩০-এর লাইভ ছবি এবং স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। ছবিতে ফোনটা পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন সহ একটি পার্পল শেডে দেখা গিয়েছে। পিছনে বড় আয়তক্ষেত্রাকার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে বলে মনে করা হচ্ছে, যেটিতে এলইডি ফ্ল্যাশের পাশাপাশি কমপক্ষে তিনটি ক্যামেরা সেন্সর অবস্থান করবে।

Infinix Note 30
Photo Credit : mefmobile.org

লিক অনুযায়ী, ইনফিনিক্স নোট ৩০-এর ডিসপ্লে ১,০৮০ x ২,৪৬০ পিক্সেল রেজোলিউশন এবং ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। আশা করা যায়, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য, Infinix Note 30-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি এআই (AI) সেন্সর উপস্থিত থাকবে বলে জানা গেছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 30-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।