10 লক্ষ টাকায় বাড়ি আনুন নতুন Toyota Fortuner, রাস্তায় বেরোলে তাকাবে সবাই

২০২৪ এ নতুন গাড়ি কিনবেন বলে অনেকেই মনস্থির করে রেখেছেন। নতুন বছরে নতুন গাড়ি বাড়ি এনে বাঁচার আনন্দ আরেকটু বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বহু মানুষের। তেমনটা যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে এবং পছন্দের গাড়ি যদি Toyota Fortuner হয়, তবে এই প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন। কারণ এখানে গাড়িটি কেনার ইএমআই প্ল্যান সমেত বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে ফেরা যাক।

Toyota Fortuner

উচ্চমূল্যের এসইউভি সেগমেন্টে বর্তমানে Toyota Fortuner টপ সেলিং মডেল। গাড়িটি সাধারণত কোন নেতা-নেত্রী অথবা ব্যবসায়ী বর্গের লোকজনকে ব্যবহার করতে বেশি দেখা যায়। ভারতে এর দাম ৩৮.৮৩ লক্ষ থেকে শুরু করে ৬০.৭৮ লক্ষ টাকা (অন-রোড, দিল্লি) পর্যন্ত গিয়েছে। দুটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে একটি স্পেশাল Legender ভ্যারিয়েন্টে অফার করা হয় গাড়িটি।

এককালীন লক্ষ লক্ষ টাকা খরচ না করে যদি এই সাত আসন বিশিষ্ট এসইউভি মডেলটি লোনে কেনার পরিকল্পনা করে থাকেন তবে জানিয়ে রাখি, দামের মাত্র ২০% ডাউনপেমেন্ট (প্রায় ১০ লক্ষ টাকা) করেই ফরচুনার বাড়ি নিয়ে আসা যায়। ১২% সুদের হার ধরে ৫ বছর ধরে প্রতি মাসে ৬৪,১২৬ টাকা মাসিক কিস্তিতে এর মালিকানা গ্রহণ করা যায়। তবে শহর এবং ডিলারশিপ ভেদে ইএমআই-এর পরিমাণ ভিন্ন হতে পারে। নির্দিষ্টভাবে জানার জন্য টয়োটার নিকটবর্তী ডিলারশিপে গিয়ে আলোচনা করার পরামর্শ রইল আমাদের তরফে।

একাধিক রঙের বিকল্পে বেছে নেওয়া যায় এই ফরচুনার গাড়িটি। যেমন – প্ল্যাটিনাম হোয়াইট পার্ল, স্পার্কিং ব্ল্যাক ক্রিস্টালিন শাইন, ফ্যান্টম ব্রাউন, সুপার হোয়াইট, অ্যাটিটিউড ব্ল্যাক, আভান্ত গার্ড ব্রোঞ্জ এবং সিলভার মেটালিক। এতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে রয়েছে এটি ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সেমি ডিজিটাল এবং অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি, ফ্রন্ট ভেন্টিলেটেড সিট, ওয়্যারলেস চার্জিং, ওয়ান টাচ ফোল্ডিং সেকেন্ড রো সিট, প্রিমিয়াম লেদারেট সিট, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।

সুরক্ষাজনিত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৭-এয়ারব্যাগ, স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং, হিল হোল্ড অ্যাসিস্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর এবং ইবিডি সহ এবিএস। তবে জানিয়ে রাখি, উচ্চ মূল্যের হওয়া সত্ত্বেও এতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার অনুপস্থিত। যেমন – ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS)।

এগিয়ে চলার শক্তি জোগাতে Toyota Fortuner-এ উপস্থিত একটি ২.৭ লিটার পেট্রোল এবং একটি ২.৮ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। প্রথমটি থেকে ১৬৬ বিএইচপি শক্তি এবং ২৪৫ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে দ্বিতীয়টির আউটপুট ২০৪ বিএইচপি এবং ৫০০ এনএম টর্ক। পেট্রোল ভ্যারিয়েন্টটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ডিজেল মডেলে ৬ গতির ম্যানুয়াল ট্রান্সমিশন উপলব্ধ।