নতুন রঙে ডানা মেলে হাজির হোন্ডার জনপ্রিয় স্পোর্টস বাইক, এ দেশে লঞ্চ হবে তাড়াতাড়িই

জাপানের কিংবদন্তি টু-হুইলার সংস্থা হোন্ডা (Honda) ইউরোপের বাজারে একজোড়া নতুন প্রজন্মের (2023) মোটরসাইকেল নিয়ে হাজির হল। মডেল দুটি হল – Honda CB650R এবং CBR 650R‌। কারিগরি দিক থেকে উভয় বাইকে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আপডেট বলতে একজোড়া নতুন রঙের বিকল্প পেয়েছে CB সিরিজের মোটরসাইকেল দুটি।

নেকেড মডেলের Honda CB650R এখন ম্যাট ডিম গ্রে মেটালিক অথবা ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক কালারে বেছে নেওয়া যাবে। উল্লেখ্য, নতুন কালার অপশনের সাথে পুরনো পেইন্ট স্কিমের মডেলগুলিও বিক্রি করা হবে বলে জানিয়েছে হোন্ডা। যেগুলি হল ক্যান্ডি ক্রোমোস্ফিয়ার রেড এবং ম্যাট জিন্স ব্লু মেটালিক।

অন্যদিকে ফুলফেয়ার্ড Honda CBR 650R‌ গ্র্যান্ড পিক্স রেড এবং ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক পেইন্ট স্কিমে হাজির করা হয়েছে। নতুন রঙের সাথে উভয় মডেলে ব্ল্যাক ইঞ্জিন কেসিং এবং রিফ্রেশ ডেকাল নজরে পড়েছে। দুটি মোটরসাইকেলেই রয়েছে একটি ৬৪৯ সিসি, DOHC, ১৬-ভাল্ভ, ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ১,২০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮৬ বিএইচপি শক্তি এবং ৮,৫০০ আরপিএম গতিতে ৫৭.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

2023 Honda CB650R এবং CBR 650R‌-এর অন্যান্য ফিচারের তালিকায় উপস্থিত হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, ইমারজেন্সি স্টপ সিগন্যাল টেকনোলজি এবং হোন্ডা ইগনিশন সিকিউরিটি সিস্টেম। এছাড়াও রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে এবং ফুল এলইডি লাইটিং। ভারতে Honda CB650R এবং CBR 650R‌ যথাক্রমে ৯.১৫ লক্ষ টাকা ও ৯.৩৫ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিকোয়। এদেশেও মোটরসাইকেল দুটির নতুন সংস্করণ খুব শীঘ্রই লঞ্চ করা হবে।