৫৫ হাজার টাকার ফোন ২০ হাজার টাকায়, ১২ ঘণ্টায় বিক্রি হল LG G8X এর প্রায় ২ লক্ষ ইউনিট

গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে Flipkart Big Billion Days sale। এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ওপর দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে সবচেয়ে কম দামে পাওয়া যাবে LG G8X ThinQ ফোনটি। ডুয়েল স্ক্রিনের ফোনটি এই কারণে এবার নতুন রেকর্ড তৈরী করলো। LG এর তরফে জানানো হয়েছে, Big Billion Days sale শুরু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই এই ফোনের ১.৭৫ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। যা থেকে তাদের ৩৫০ কোটি টাকা রেভিনিউ হয়েছে।

LG G8X ThinQ এর ওপর অফার

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে LG G8X ThinQ ফোনটি ১৯,৯৯০ টাকায় কেনা যাচ্ছিলো। যদিও ব্যাপক সেলের কারণে এখন থেকে ফোনটি ২,০০০ টাকা অতিরিক্ত দিয়ে ২১,৯৯০ টাকায় কিনতে হবে। ভারতে এই ফোনের আসল দাম ছিল ৫৪,৯৯০ টাকা। তবে কিছুদিন আগে প্রিপেড ট্রানজাকশনে ফোনটির ওপর Flipkart ১৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়ায় কথা ঘোষণা করে। যারপরে ফোনটি ৩৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছিলো। তবে সেলের সময় আরও ২০,০০০ টাকা ছাড় দেওয়া হয়।

ডিসকাউন্ট ছাড়াও এখন এই ফোনটি নো কস্ট ইএমআই অপশনে কেনা যাবে। আবার এক্সচেঞ্জ অফারে ১৬,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, Paytm UPI এর মাধ্যমে পেমেন্ট করলে ১২৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

LG G8x স্পেসিফিকেশন

এলজি জি৮এক্স ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস G-OLED ডিসপ্লে আছে। এতে পাবেন ২.৮৪ গিগাহার্টজ ক্লক স্পিডের সাথে স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টা কোর প্রসেসর। ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। এতে QWERTY কিপ্যাড দেওয়া হয়েছে। আবার এলজি জি৮এক্স এর পিছনে আছে ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। আবার সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার এতে পাওয়ারের জন্য আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ।