Smartphone: ফোন গরম হলে এক্ষুনি করুন এই পাঁচ কাজ, সঙ্গে সঙ্গে মিলবে সমাধান

স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। ভয়েস কলিং, ইন্টারনেট ব্রাউজিং, ডিজিটাল পেমেন্ট সহ বিভিন্ন কাজের জন্য হাজারো অ্যাপের চাপে হামেশাই হ্যান্ডসেট ওভারহিটিংয়ের সমস্যার মুখোমুখি হতে হয় ইউজারদের। এর ফলে ডিভাইস শাট-ডাউন বা ব্যাটারি ড্রেনের মতো নানাবিধ সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, স্মার্টফোন গরম হলে তার সরাসরি প্রভাব যেহেতু ব্যাটারির ওপর পড়ে, সেহেতু ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও থাকে। সবচেয়ে চিন্তার বিষয় হল, ইদানীংকালে প্রায়শই খবরের শিরোনামে এই ধরনের ঘটনাগুলি চোখে পড়ে। সেক্ষেত্রে আপনি যদি Samsung কোম্পানির ডিভাইস ব্যবহার করেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নেওয়া উচিত। আসলে ছোটোখাটো কয়েকটি উপায় অবলম্বন করে চললে এই ধরনের ওভারহিটিংয়ের সমস্যার হাত থেকে মুক্তি পেতে সক্ষম হবেন Samsung-এর স্মার্টফোন মালিকরা। আর এই প্রতিবেদনে আমরা এরকমই কয়েকটি কার্যকর উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি।

কীভাবে Samsung-এর মোবাইলগুলিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবেন:

▪️আপনি যদি সাধারণ ভাবে ফোন ব্যবহার করেন, তাহলে ডিভাইস অতিরিক্ত গরম হবে না।

▪️হ্যান্ডসেটকে কখনো কোনো হিট সোর্সের কাছে রাখবেন না। যেমন – রোদে, গাড়ির ইঞ্জিনের কাছে কিংবা গ্যাসের কাছাকাছি কখনোই স্মার্টফোন রাখা উচিত নয়।

▪️দীর্ঘক্ষণ ধরে একাধিক অ্যাপ একসাথে ফোনে চালাবেন না। পাশাপাশি, বহুক্ষণ ব্যাকগ্রাউন্ডে একের অধিক অ্যাপ চালু রাখাও উচিত নয়। অন্ততপক্ষে এক ঘণ্টা ব্যবহার করার পর মুঠোফোনকে খানিকক্ষণ বিশ্রাম দেওয়া উচিত।

▪️কেনার সময় স্মার্টফোনের সাথে যে চার্জারটি দেওয়া হয়, সর্বদা সেটি দিয়েই ফোন চার্জ করা উচিত। যদি কখনো সেটি খারাপ হয়ে যায়, তাহলে স্যামসাংয়ের অনলাইন কিংবা অফলাইন স্টোর থেকে ইউজারদেরকে সেটি পুনরায় কিনে নিতে হবে। তবে কোনো অবস্থাতেই কোনো থার্ড-পার্টি কিংবা অন্য কোম্পানির চার্জার ব্যবহার করা উচিত নয়।

▪️অনেক সময় স্মার্টফোন অতিরিক্ত মাত্রায় গরম হয়ে গেলে ওয়ার্নিং মেসেজ শো করে। সেক্ষেত্রে ডিভাইসটিকে দীর্ঘজীবী করার জন্য ইউজারদেরকে অবিলম্বে বেশ কিছুক্ষণের জন্য ফোনটি ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত।

Galaxy ডিভাইস অত্যন্ত বেশি হিট জেনারেট করলে কী করবেন?

ধাপ ১: ওয়াই-ফাই, জিপিএস এবং ব্লুটুথ বন্ধ করুন:

  • ওয়াই-ফাই, জিপিএস এবং ব্লুটুথ যদি ব্যবহার না করা হয়, তাহলে ইউজারদেরকে সবসময় এই অপশনগুলি বন্ধ করে রাখা উচিত। এছাড়া, ডিভাইসের ব্রাইটনেস কমালেও স্মার্টফোন গরম হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কমবে।

ধাপ ২: Device Care ফিচার ব্যবহার করে ফোনটিকে অপ্টিমাইজ করুন:

  • সেটিংস (Settings)-এ যান। তারপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার (Battery and device care) অপশনটি সিলেক্ট করুন। এরপরে অপ্টিমাইজ নাউ (Optimize now)-তে ট্যাপ করুন। তারপর ডান (Done)-এ ক্লিক করুন।

ধাপ ৩: ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করুন:

  • এর জন্য ইউজারদেরকে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার-এ যেতে হবে।
  • এরপর ব্যাটারি (Battery)-তে গিয়ে পাওয়ার সেভিং (Power saving) অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এরপরে ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিটস (Background usage limits)-এ ট্যাপ করতে হবে এবং পুট আনইউজড অ্যাপস টু স্লিপ (Put unused apps to sleep) অপশনটিকে অন করতে হবে।