Motorola-র নতুন চমক Edge 40 Neo, লঞ্চের আগে হাজির গিকবেঞ্চে, দাম কত হবে জানেন

মোটোরোলা (Motorola) তাদের Edge সিরিজের একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এটি Edge 40 Neo নামে লঞ্চ হবে, যা গত মে মাসে আত্মপ্রকাশ করা স্ট্যান্ডার্ড Edge 40-এর সাথে সিরিজে যোগদান করবে। আবার এটি গত বছর লঞ্চ হওয়া Edge 30 Neo-এর উত্তরসূরি হবে। ডিভাইসটিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের পাশাপাশি অ্যামাজন ইতালি (Amazon Italy)-এর ওয়েবসাইটে দেখা গেছে। এমনকি অ্যামাজনের লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। অফিসিয়াল লঞ্চের আগে এবার Motorola Edge 40 Neo গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়ে পারফরম্যান্সের ধারণা দিয়েছে।

Motorola Edge 40 Neo হাজির Geekbench সাইটে

মোটোরোলা এজ ৪০ নিও-এর গিকবেঞ্চ লিস্টিং প্রকাশ করেছে যে, এতে ‘manaus’ কোডনাম যুক্ত মাদারবোর্ড রয়েছে। এটি ২ গিগাহার্টজ বেস ক্লক স্পিড সহ আটটি কোর নিয়ে গঠিত। চিপসেটের নাম নিশ্চিত না করা হলেও, সেটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৫০ হবে বলে অনুমান। বেঞ্চমার্কিং ডেটাবেসে ৮ জিবি র‍্যামের উল্লেখ থাকলেও লঞ্চের সময় আরও ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলে লিস্টিং থেকে জানা গেছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, মোটোরোলা এজ ৪০ নিও গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৩,৫৫৯ পয়েন্ট এবং ৮,৫০৮ পয়েন্ট স্কোর করেছে। এগুলি ছাড়া, তালিকায় ফোনটির সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। তবে, টিডিআরএ (TRDA) সার্টিফিকেশনটি ডিভাইসে ৫জি সংযোগ নিশ্চিত করেছে।

অন্যদিকে, ইতালিতে অ্যামাজনের সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী Motorola Edge 40 Neo-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল পি-ওলেড (POLED) ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, Edge 40 Neo-এর রিয়ার প্যানেলে ছোট আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Edge 40 Neo-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়াও, অ্যামাজন লিস্টিংটি নিশ্চিত করেছে যে, Edge 40 Neo ইতালিতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হবে এবং দাম রাখা হবে ৩৯৯ ইউরো (প্রায় ৩৫,৬০০ টাকা)