Motorola Edge 2023-এর ছবি লঞ্চের আগেই ফাঁস, আপনার ডিজাইন পছন্দ হয়েছে?

মোটোরোলা (Motorola) গত বছর আগস্ট মাসে গ্লোবাল মার্কেটে Moto Edge 2022 লঞ্চ করেছিল। স্মার্টফোনটিতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এটি MediaTek-এর Dimenisty 1050 প্রসেসর সহ এসেছে এবং এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে এটি ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৫০০ টাকা) মূল্যে পাওয়া যায়। ফোনটির লঞ্চের পর প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে যে, মোটোরোলা Edge 2022-এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। আসন্ন Motorola Edge 2023-এর রেন্ডার এখন একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে। ফাঁস হওয়া রেন্ডারগুলি অফিসিয়াল লঞ্চের আগে স্মার্টফোনের ডিজাইনটি প্রদর্শন করেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কেমন দেখতে হবে আপকামিং Motorola Edge 2023 ফোনটিকে।

সামনে এল Motorola Edge 2023 ডিজাইন রেন্ডার

প্রাইসবাবা তাদের একটি নতুন রিপোর্টে মোটোরোলা এজ ২০২৩-এর কিছু রেন্ডার শেয়ার করেছে। এই রেন্ডার অনুযায়ী, ফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে থাকবে এবং পিছনের দিকে ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার সাথে দুটি এলইডি ফ্ল্যাশ যুক্ত থাকবে। ছবিতে দেখতে পাওয়া ক্যামেরা মডিউলের পাশের অস্পষ্ট টেক্সটটি ইঙ্গিত করে যে, স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটির ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স দেখা যাবে।

এখনও অবধি, মোটোরোলা এজ ২০২৩-এর স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। ব্র্যান্ডটি কয়েক মাস আগে ইউরোপে মোটো এজ প্লাস ২০২৩ ফোনটি উন্মোচন করেছিল। এই একই ডিভাইস ভারত এবং চীনে বাজারে যথাক্রমে মোটো এজ ৪০ প্রো এবং মোটো এক্স৪০ নাম সহ পাওয়া যায়। তাই এটা সম্ভব যে, আসন্ন মোটোরোলা এজ ২০২৩ হ্যান্ডসেটটি এজ ৪০-এর টুইক করা সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে বা কিছু সার্টিফিকেশন সাইটে উপস্থিত হলে এই ডিভাইসটির সম্পর্কে আরও তথ্য জানা যাবে, যা এই জল্পনাটির স্বপক্ষে বা বিপক্ষে প্রমাণ দিতে পারে।

আগেই উল্লেখ করা হয়েছে যে, Moto Edge 2023 ফোনটি Edge 2022-এর উত্তরসূরি হিসাবে আসবে, যা গত বছর আগস্টে আত্মপ্রকাশ করেছিল। জানিয়ে রাখি, Moto Edge 2022-এ ৬.৬ ইঞ্চির ওলেড ডিসপ্ল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে প্যানেলটির অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং এর ওপরের কেন্দ্রে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যায়। Motorola Edge 2022 অক্টা-কোর MediaTek Dimenisty 1050 প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Moto Edge 2022-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 2022-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং, ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া, Motorola Edge 2022-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং৷