আপনার ফোন নষ্ট করবে এই অভ্যাস, iPhone ব্যবহারকারীদের সতর্ক করল Apple

অ্যাপলের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুযায়ী, iPhone কে চালের ব্যাগ বা চালের মধ্যে রাখা উচিত নয়। এর পরিবর্তে ফোনে জল লাগলে কি করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছে Apple

সাধারণত আমরা কোথাও সমস্যা দেখা দিলে শুরুতে নিজের কেরামতি (দেশীয় পদ্ধতিতে সমাধান) দেখানোর চেষ্টা করি। তবে কখনও কখনও এই কেরামতি করতে গিয়ে বিপদে পড়তে হয়। টেক জায়ান্ট Apple তাদের iPhone ব্যবহারকারীদের এসব দেশি জুগাড় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। অ্যাপল জানিয়েছে, ভাতের মধ্যে ফোন রাখার ভুল করবেন না।

অ্যাপলের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুযায়ী, iPhone কে চালের ব্যাগ বা চালের মধ্যে রাখা উচিত নয়। এর পরিবর্তে ফোনে জল লাগলে কি করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছে Apple।

সংস্থাটি বলেছে, আপনার iPhone-এ যদি জল ঢুকে যায়, তাহলে চার্জিং পোর্টটি নিচের দিকে রাখুন অর্থাৎ ফোনটি সোজা করে রাখুন। আর ফোনটি এমন জায়গায় রাখুন যেখানে বাতাস ভালোভাবে চলাচল করছে এবং প্রায় ৩০ মিনিট পর ফোনটি চার্জ করুন। ফোনে জল থাকলে ব্যবহারকারীরা লিকুইড ডিটেকশন অ্যালার্টও পাবেন।

iPhone-এ জল ঢুকে থাকলে চার্জ দেবেন না

ফোনে জল ঢুকে গেলে সাথে সথে চার্জ দেবেন না। আপনি যদি এই সময়ে ফোন চার্জ করেন তবে আপনি লিকুইড ডিটেকশন অ্যালার্ট পাবেন। আবার ফোন শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা অন্য ড্রায়ার ব্যবহার না করারও পরামর্শ দিয়েছে অ্যাপল। অ্যাপলের মতে, চার্জিং পোর্টটি তুলার সোয়াব দিয়েও পরিষ্কার করা উচিত নয়।