Vivo X50 সিরিজের সাথে ১৬ জুলাই ভারতে আসছে ট্রু ওয়্যারলেস নিও ইয়ারবাডস

ইতিমধ্যেই জানা গেছে আগামী ১৬ জুলাই ভারতে আসছে Vivo X50 এবং Vivo X50 Pro। এই ফোনের সাথে কোম্পানি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস ও ভারতে আনার পরিকল্পনা নিয়েছে। ভিভো ইন্ডিয়া পেজ থেকে এই ডিভাইসের একটি ছবি পোস্ট করেছে কোম্পানি। যদিও কোম্পানির তরফে সরাসরি এই ইয়ারবাডস এর লঞ্চের তারিখ জানানো হয়নি। তবে ৯১মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানি ফোনের সাথেই এই নতুন অডিও ডিভাইস লঞ্চ করতে পারে। প্রসঙ্গত গতমাসে ভিভো চীনে True Wireless Neo earbuds লঞ্চ করেছিল। এই ডিভাইসকেই ভিভো ভারতে আনবে।

Vivo True Wireless Neo earbuds : দাম

চীনে ভিভো ট্রু ওয়্যারলেস নিও এর দাম রাখা হয়েছে প্রায় ৪,৯০০ টাকা। এটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। ভারতেও এটি ৪,০০০ টাকা থেকে ৫,০০০ টাকার আসবে। ভারতে এই ইয়ারবাডস এর সাথে Oppo Enco W31, Realme Buds Air এবং Xiaomi Mi True Wireless Earphones 2 এর টক্কর চলবে।

Vivo True Wireless Neo earbuds : স্পেসিফিকেশন

ভিভো ট্রু ওয়্যারলেস নিও ১৪.২ এনএম ড্রাইভার্স এর সাথে এসেছে। যেখানে এপিটিএক্স এডাপ্টিভ এবং এএসি হাই ডেফিনেশন অডিও রেকর্ডিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। গেমারদের জন্য এই ট্রু ওয়্যারলেস নিও উপযুক্ত একটি ইয়ারফোন হবে কারণ এখানে লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়েছে। এতে ব্লুটুথ ৫.২ সাপোর্ট করে।

ভিভো ট্রু ওয়্যারলেস নিও আইপি৫৪ রেটিং প্রাপ্ত, যা জল প্রতিরোধী। এতে নয়েস রিডাকশন সাপোর্ট করে। আবার এখানে পাবেন ডুয়েল মাইক্রোফোন। ভলিউম ও মিউজিক পরিবর্তনের জন্য এখানে টাচ কন্ট্রোলার আছে। এছাড়াও এখানে পাবেন কোম্পানির নিজস্ব জোভি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এই ইয়ারবাডসে ২৫ এমএএইচ ব্যাটারি দিয়েছে। যেটি ফুল চার্জে ৫.৫ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার ব্যাটারি কেসে ৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যেটি ২৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এটি ইউএসবি টাইপ সি পোর্টের সাথে চার্জ হবে। এটি চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়।