চলে এল অ্যান্ড্রয়েড ১১ বিটা, কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 11 এর পাবলিক বিটা ভার্সন আজ লঞ্চ করলো। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে স্প্যাম কাল আটকানোর বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও প্রাইভেসী ও ডেটা সেফটি বাড়ানোর জন্য নতুন এই ওএস এ লোকেশন, মাইক্রোফোন এবং ক্যামেরার অন টাইম অ্যাক্সেস অ্যাপে পাওয়া যাবে। ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কোনো অ্যাপ এগুলো অ্যাক্সেস করতে পারবে না। আজ থেকেই অ্যান্ড্রয়েড ১১ এর বিটা ভার্সন স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। আসুন জেনে নিই কোন কোন ফোনে Android 11 বিটা ভার্সন ডাউনলোড করা যাবে এবং কিভাবে ইনস্টল করা যাবে।

কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ বিটা:

আপাতত গুগল পিক্সেল ফোনে এই আপডেট ডাউনলোড করা যাবে। Google Pixel 2(2 XL), Pixel 3(3 XL), Pixel 3A(3A XL), Pixel 4(4 XL) ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১১ বিটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও Oppo Find X2 (আসন্ন) মডেলটিতেও এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

কীভাবে ইনস্টল করবেন: অ্যান্ড্রয়েড ১১ বিটা

যদি আপনার ফোনটি উপরের তালিকার মধ্যে থাকে তবে নিচের এই পদ্ধতি ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড ১১ বিটার সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড ১১ বিটার অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত হওয়া তালিকা থেকে আপনাকে আপনার ফোনটি বেছে নিতে হবে।

শীঘ্রই, আপনি একটি নোটিফিকেশন পাবেন যে অ্যান্ড্রয়েড ১১ বিটা ডাউনলোড এবং ইনস্টলের জন্য প্রস্তুত।

যদি আপনি নোটিফিকেশন না পান, তবে আপনি আপনার ফোনের সেটিংস> সিস্টেম> সিস্টেম আপডেটে অপশনে যাবেন। এখানে, আপডেটটি আপনার স্মার্টফোনে উপলব্ধ কিনা তা পরীক্ষা করতে “চেক ফর আপডেট” অপশনে ট্যাপ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *