লঞ্চের আগে আরও তথ্য ফাঁস, ৩৫ মিনিটে ফুল চার্জ হবে Realme GT Neo 2T

Realme GT Neo 2T আগামী ১৯ অক্টোবর চীনে লঞ্চ হবে। কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়ায় ফোনটির স্পেসিফিকেশন টিজ করা হচ্ছে। এমনকি এর ডিজাইনও সামনে এসেছে। এখন নতুন একটি টিজারে Realme GT Neo 2T ফোনের চার্জিং টেকনোলজি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই ফোন কে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেছে।

রিয়েলমির তরফে জানানো হয়েছে, তাদের আসন্ন Realme GT Neo 2T ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। কোম্পানির দাবি এই চার্জিং প্রযুক্তি ডিভাইসের ব্যাটারি ফুল চার্জ করতে মাত্র ৩৫ মিনিট সময় নেবে। এছাড়া জানা গেছে, এই ফোনের নীচের দিকে ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি-সি স্লট এবং এক্সটারনাল স্পিকার থাকবে।

এদিকে গিকবেঞ্চ থেকে সামনে এসেছে যে, রিয়েলমি জিটি নিউ ২টি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

Realme GT Neo 2T স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কোম্পানির টিজার এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইট অনুযায়ী, রিয়েলমি জিটি নিও ২টি ফোনে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল, যার কাট আউটের মধ্যে দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত থাকবে।

Realme GT Neo 2T ফোনের পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল‌ ম্যাক্রো সেন্সর। ফোনটি ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন