তাক লাগানো ফিচার সহ লঞ্চ হল Boult Truebuds, দাম সাধ্যের মধ্যে

Boult Audio ভারতের বাজারে নতুন ট্রু ওয়ারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস, বোল্ট Truebuds লঞ্চ করলো। এটি বোল্ট কোম্পানির পক্ষ থেকে চতুর্থ TWS ইয়ারবাডস। এর আগে কোম্পানি Livebuds, Twinpods ও Tru5ive নামক তিনটি ইয়ারবাড ভারতের বাজারে এনেছিল। নতুন এই ইয়ারবাডসে ৬ মিমি ড্রাইভার, আইপিএক্স৭ রেটিং ও ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। আসুন বোল্ট Truebuds এর স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক।

Boult Truebuds স্পেসিফিকেশন:

নতুন বোল্ট Truebuds একটি ইন ইয়ার ট্রু ওয়ারলেস স্টিরিও ইয়ারবাডস। এর ওজন ৭.৫ গ্রাম ও ইয়ারবাডস কেস সমেত এর ওজন ৫৫ গ্রাম। এটি খুব সহজে পকেটে নিয়ে ঘোরা যাবে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হল২৪০২ মেগাহার্টজ থেকে ২৪৮০ মেগাহার্টজ। এটি ১০ ​​মিটার রেঞ্জ সহ ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটির সাথে আসে এবং এতে ৬ মিমি ড্রাইভার রয়েছে। এতে অটো পেয়ারিং প্রযুক্তিও আছে। কোম্পানি দাবি করেছে এটি IPX7 ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ স্বল্প সময়ের জন্য হেডফোনটিকে জলে ডোবালেও কোন ক্ষতি হবে না। এর জন্য হেডফোনটি বৃষ্টি বা প্রচন্ড ঘাম হলেও ব্যবহার করা যাবে। বোল্ট ট্রুবাডসে টাচ কন্ট্রোল প্রযুক্তি আছে যার মাধ্যমে ব্যবহারকারী কল উত্তর দেওয়া, গান পরিবর্তন করা, ভলিউম কন্ট্রোল করা ইত্যাদি খুব সহজে করতে পারবেন। এছাড়াও টাচ কন্ট্রোলের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট চালানো যাবে।

এরপর আসা যাক ইয়ারবাডসের ব্যাটারি সম্বন্ধে। এই ইয়ারবাডে ৪৫ এমএএইচ ব্যাটারি আছে। একবার চার্জ করলে এটি প্রায় ৮ ঘন্টা চলে এবং ইয়ারবাড কেস মোট ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। এটি একবার পুরো চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় নেয়। কেসটিতে চারটি LED লাইট আছে যার মাধ্যমে চার্জের পরিমাণ বোঝা যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এতে অত্যাধুনিক neodymium প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার জন্য ব্যবহারকারীরা ডিপ বেস ও 3d সাউন্ড উপভোগ করতে পারবেন। এতে CVC নয়েস ক্যান্সলেশন প্রযুক্তি আছে যা পারিপার্শ্বিক শব্দকে অনেক গুণ কমিয়ে দেয়। এছাড়াও এতে আল্ট্রা ল্যাটেন্সি মোড আছে যা স্মার্টফোনে গেম খেলার জন্য উপযোগী।

বোল্টের নতুন বোল্ট Truebuds এর দাম ২,৪৯৯ টাকা। এটি গ্রাহকরা ই-কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই ইয়ারবাডস দুটি রঙে পাওয়া যাবে। সেগুলি হল রেড ব্ল্যাক ও গ্রে ব্ল্যাক। রেডমী ইয়ারবাড ও রিয়ালমি বাডস কিউ এর সাথে লড়াই করে বোল্টের নতুন বোল্ট Truebuds গ্রাহকদের কতটা নজর কাড়তে পারবে, সেটাই দেখার।