100 কিমি মাইলেজের এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু, আপনি বুক করেছেন?

ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি (Wardwizard Innovations and Mobility) তাদের জয় ই-বাইক (Joy e-bike) ব্র্যান্ডের আওতায় ভারতে বৈদ্যুতিক যানবাহন বিক্রি করে। সম্প্রতি Mihos নামে একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল তারা। গুজরাত এবং মহারাষ্ট্রে এবারে Mihos ডেলিভারি দেওয়ার কথা ঘোষণা করেছে জয় ই-বাইক। পাশাপাশি সংস্থাটি e-rik ইলেকট্রিক ত্রি-হুইলারের ডেলিভারিও আরম্ভ করেছে।

Mihos-এর ডেলিভারি শুরু করল Joy e-bike

গুজরাত এবং মহারাষ্ট্রে প্রথম পর্যায়ে ১৫০ ইউনিট Mihos এবং ৫০ ইউনিট e-rik ডেলিভারি করা হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। ধীরে ধীরে অন্যান্য রাজ্যের শহরেও ডেলিভারি শুরু করার পরিকল্পনা করছে ওয়ার্ডউইজার্ড। বর্তমানে এদেশে তাদের ৬০০-র বেশি স্বীকৃত শোরুম রয়েছে।

এ বছর অটো এক্সপো-তে ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি তাদের মিহস লঞ্চ করেছিল। প্রথম ৫,০০০ ক্রেতার জন্য ১,৩৫,০০০ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে এসেছিল স্কুটারটি। উল্লেখযোগ্য বিষয় হল এটি ‘পলি ডাইক্লোপেন্টাডাইন’ দ্বারা নির্মাণ করা হয়েছে। নমনীয়তা এবং স্থায়িত্ব বাড়াতে এই উপাদান বিশেষভাবে কার্যকরী।

Mihos-এর স্পেসিফিকেশন

জয় ই-বাইকের দাবি, তাদের Mihos ব্যাটারি চালিত স্কুটারটি সাত সেকেন্ডে ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার। এতে উপস্থিত ১৫০০ ওয়াট মোটর থেকে সর্বোচ্চ ৯৫ এমএম টর্ক উৎপন্ন হবে। এতে উপস্থিত তিনটি রাইডিং মোড – ইকো, রাইড এবং হাইপার। ফুল চার্জে স্কুটার ১০০ কিলোমিটার চলতে পারবে বলে জানানো হয়েছে। ইতিমন্যেই প্রায় ১৯,০০০ বুকিং এসেছে।

স্কুটার ডেলিভারি শুরুর প্রসঙ্গে ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর যতীন গুপ্তে বলেন, “ই-স্কুটার Mihos এবং প্রথম ইলেকট্রিক থ্রি হুইলারের ডেলিভারি শুরু আমাদের একটি নতুন মাইলস্টোন। এটি উচ্চমান, বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘস্থায়ী যানবাহনের প্রতি আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।”