Microsoft-এর সাথে হাত মেলালো Netflix, অ্যাড সাপোর্টেড সাবস্ক্রিপশন আসছে শীঘ্রই?

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, জনপ্রিয় OTT (ওটিটি) প্ল্যাটফর্ম Netflix (নেটফ্লিক্স) এবার আগের তুলনায় আরো সস্তা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসবে। এগুলি স্ট্রিমিং পরিষেবার সাথে বিজ্ঞাপন প্রদর্শন করবে, এমনটাও নিশ্চিত হয়েছে। সেক্ষেত্রে, চর্চিত অ্যাড সাপোর্টেড প্ল্যানগুলি চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য, এবার Microsoft (মাইক্রোসফ্ট)-এর সাথে হাত মেলালো Netflix। সোজা ভাষায় বললে, Microsoft, Netflix-এর গ্লোবাল অ্যাডভারটাইজমেন্ট টেকনোলজি এবং সেলসের পার্টনার হবে। 

Netflix-এর বর্তমান প্ল্যান পোর্টফোলিও

বর্তমানে নেটফ্লিক্স চার-চারটি সাবস্ক্রিপশন প্ল্যান অফার করে যার মধ্যে রয়েছে – মোবাইল (Mobile), বেসিক (Basic), স্ট্যান্ডার্ড (Standard) এবং প্রিমিয়াম (Premium) অপশন। ডিভাইস সাপোর্ট এবং ভিডিও কোয়ালিটির দিক থেকে এই সমস্ত প্ল্যান একে অপরের থেকে আলাদা। এর মধ্যে, ‘মোবাইল’ প্ল্যানটি রিচার্জ করলে এক মাসের জন্য ১৪৯ টাকা লাগবে। অন্যদিকে, ‘বেসিক’ প্ল্যানের দাম পড়বে ১৯৯ টাকা। স্ট্যান্ডার্ড প্ল্যানের কথা বললে, এর জন্য প্রতি মাসে ৪৯৯ টাকা ব্যয় করতে হবে যেখানে চতুর্থ প্ল্যান অর্থাৎ ‘প্রিমিয়াম’ অপশনটির জন্য লাগবে ৬৪৯ টাকা। সেক্ষেত্রে এই বিদ্যমান চারটি প্ল্যান ছাড়াও কোম্পানি খুব শীঘ্রই পঞ্চম প্ল্যান লঞ্চ করবে, যা সবচেয়ে সস্তা হবে।

এর আগে আশা করা হচ্ছিল যে, এই বছরের শেষ নাগাদ নেটফ্লিক্স নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করবে। কিন্তু এখন সাম্প্রতিক হাওয়া থেকে মনে হচ্ছে কোম্পানি এই বিষয়ে বেশ তাড়াহুড়ো করছে। বর্তমান কিছু রিপোর্টের ভিত্তিতে বলা যায়, তারা প্রত্যাশিত সময়ের আগেই এই প্ল্যানটি চালু করতে পারে। মার্কিন মুলুকে যার খরচ হবে ১০ ডলার।

কেন সস্তা প্ল্যান আনছে Netflix?

এই বছরের শুরুতে, Netflix জানিয়েছিল তারা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপন সমর্থনযুক্ত সস্তা প্ল্যান চালু করবে। সেক্ষেত্রে এখন তড়িঘড়ি প্ল্যানটি আনার পেছনেও কোম্পানির একই উদ্দেশ্য কাজ করছে, কিন্তু তার প্রেক্ষিত অন্য। আসলে Netflix-এর ইউজার সংখ্যা ক্রমশ কমছে, আর তাই গ্রাহকদের আকর্ষিত করতে এই পদক্ষেপ নিচ্ছে কোম্পানি। ইতিমধ্যে তারা বিজ্ঞাপনের জন্য সংস্থাগুলিকে আমন্ত্রণ জানানো শুরু করেছে বলেও জানা গিয়েছে।