শীঘ্রই ভারতে আসছে Vivo Y75, 5G সাপোর্ট সহ থাকবে Snapdragon 480 প্রসেসর

গতকালই জানা গিয়েছিল, Vivo তাদের Y সিরিজের নতুন ফোন হিসেবে Vivo Y73 (2021) কে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এছাড়াও এই সিরিজের Vivo Y53 ও Vivo Y53s ফোন দুটি যেকোনো মুহূর্তে বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সংস্থাটি এছাড়াও আরও একটি Y সিরিজের ফোনের ওপর কাজ করছে। আসলে Vivo Y75 নামের একটি ফোনকে আজ Geekbench (গিকবেঞ্চ)-এ দেখা গেছে। এখান থেকে ফোনটির মডেল নম্বর সহ, প্রসেসর ও অন্যান্য তথ্য সামনে এসেছে। পাশাপাশি ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে।

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, Vivo Y75 ফোনের মডেল নম্বর V2060। আবার এতে Qualcomm এর Snapdragon 480 প্রসেসর ব্যবহার করা হবে। অর্থাৎ ফোন 5G সাপোর্টের সাথে আসবে। আবার এখানে ফোনটিকে 8GB র‌্যাম সহ দেখা গেছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে।

Vivo-Y75-5G-V2060-Geekbench

এছাড়াও জানা গেছে, Vivo Y75 ফোনে Android 11 অপারেটিং সিস্টেম থাকবে। স্বাভাবিকভাবেই এতে Funtouch OS 11 কাস্টম ওএস দেখা যাবে। গিকবেঞ্চে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 524 ও 1754 স্কোর করেছে।

যদিও এছাড়া Vivo Y75 এর ডিসপ্লে, ব্যাটারি বা অন্যান্য তথ্য এখনও অজানা। তবে ফোনটি ভারতের BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) সার্টিফিকেশন পাওয়ায়, এটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করবে। ফোনটি মিড রেঞ্জে আসবে বলেই আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন