Spam: ফোনে ভর্তি মেসেজের মধ্যে কোনটা ভুয়ো কোনটা আসল? যাচাই করুন এই সাতটি পদ্ধতিতে

হ্যাকিং, ম্যালওয়্যার, স্প্যাম মেসেজ – এই তিনটি শব্দই এখন আধুনিক জীবনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই তিনটি মাধ্যমকে হাতিয়ার করেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের ঠকানোর চেষ্টা চালাচ্ছে জালিয়াতরা। তবে এর মধ্যে স্প্যাম মেসেজ বিষয়টি হালফিলে বেশ সক্রিয় হয়েছে। কখনো ইলেকট্রিক কানেকশন বন্ধ হয়ে যাওয়ার নামে ভুয়ো মেসেজ আসছে, তো কখনো আবার বিল জমা দেওয়ার অ্যাপ ডাউনলোড করার জন্য মেসেজ বক্সে জমা হচ্ছে নোটিফিকেশন; এছাড়া বহু ক্ষেত্রে পুরষ্কার জেতার টোপ দেওয়া হচ্ছে। কিন্তু এই ধরনের মেসেজ শনাক্ত করা খুব সহজ কাজ নয়। কারণ প্রায়শ রিসিভ হওয়া মেসেজের মধ্যে এই ধরণের কিছু অথেন্টিক মেসেজও থাকে; ফলে আমাদের কাছে আসা কোন মেসেজটি নকল আর কোনটা আসল তা চট করে টের পাওয়া যায় না। সেক্ষেত্রে আজ আমরা আপনাকে কিছু টিপস সম্পর্কে অবগত করব যা থেকে আপনি বুঝতে পারবেন যে ইনকামিং মেসেজটি স্প্যাম কিনা!

এই সাতটি বিষয় দেখে যাচাই করুন কোনো মেসেজের সত্যতা

১. রোজ আমাদের ফোনে প্রচুর মেসেজ আসে – এর মধ্যে আমাদের পরিচিত বা স্বজন-পরিজনদের বার্তা থাকে, তার সাথে থাকে বিভিন্ন কোম্পানি বা কাজের মেসেজ। কিন্তু এসব ছাড়াও আপনি যদি কোনো অপরিচিত নম্বর বা সোর্স থেকে মেসেজ পান, তাহলে তা আপনার জন্য বিপদের লক্ষণ হতে পারে।

২. ফোনে আসা মেসেজের বানান ভুল থাকা স্প্যামের লক্ষণ। কারণ স্প্যামাররা ব্যাকরণ বা বানানকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই খেয়াল রাখবেন আননোন মেসেজে এই বিষয়গুলি ঠিকঠাক আছে কিনা।

৩. যদি কোনো মেসেজে বিনামূল্যে উপহার বা কোনো পুরষ্কার জেতার দেওয়ার দাবি করা হয়, তবে অবশ্যই সতর্ক থাকুন এবং এগুলিকে উপেক্ষা করুন। কারণ এই ধরণের মেসেজ সম্পূর্ণ ভুয়ো যার মাধ্যমে আজকাল নানা কেলেঙ্কারি ঘটছে।

৪. যদি কোনো ইনকামিং মেসেজের প্রেক্ষিতে ইনস্ট্যান্ট পদক্ষেপ নিতে বলা হয়, তাহলে এগুলি সম্পর্কে সতর্ক হন। কারণ অনেক সময় আমরা এমন মেসেজ পাই যাতে অবিলম্বে কেওয়াইসি করাতে বলা হয় বা বিল মেটাতে বলা হয়! এই ধরনের মেসেজ খুবই বিপজ্জনক।

৫. আপনি যদি কোনো মেসেজ পান যাতে আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করতে বলা হয়, তাহলে তাতে ট্যাপ করবেন না। কারণ এই ধরনের লিঙ্ক হ্যাকার কর্তৃক পাঠানো হয় যা ফিশিং সাইট বা ম্যালওয়্যার অ্যাপের সাথে সম্পর্কযুক্ত৷

৬. কোনো আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহকদের সাথে টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করে না। তাই আপনি যদি এমন কোনো মেসেজ পান, যা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কের নামে আসে তবে আপনাকে সতর্ক হতে হবে। এক্ষেত্রে আপনি এমন একটি ব্যাঙ্ক থেকে টেক্সট মেসেজ পেতে পারেন যাতে আপনার অ্যাকাউন্টই নেই৷

৭. আপনি যদি কোনো অস্বাভাবিক বা ইন্টারন্যাশনাল নম্বর থেকে মেসেজ পেয়ে থাকেন তবে সতর্ক থাকুন। কারণ এই নম্বরটি দেশের বাইরে থেকেও আসতে পারে এবং এটি যেকোনো হ্যাকারেরও হতে পারে।