রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে 350 সিসির নয়া বাইক আনল Harley Davidson, ভারতে কবে লঞ্চ হবে

হার্লে-ডেভিডসন (Harley-Davidson) অস্ট্রেলিয়ার বাজারে তাদের একজোড়া মোটরসাইকেল লঞ্চ করল। এগুলি হল – Harley-Davidson X350 ও X500। মডেল দুটি Royal Enfield Classic 350, Interceptor 650, Rebel 300 ও 500-এর সাথে টক্কর চালাবে।

Harley-Davidson X350 ও X500 লঞ্চ হল

Harley-Davidson X350 ও X500 তৈরিতে মার্কিন সংস্থাটিকে সহযোগিতা করেছে চীনের Qianjiang-Benelli-র মালিক সংস্থা। তাই উভয় মোটরসাইকেল লিওনসিনো প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। দুটির ফ্রেম ও ইঞ্জিন একই।

স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে, হার্লে-ডেভিডসনের মোটরসাইকেল দুটি XR1200X-এর থেকে অনুপ্রাণিত। ভারতে সদ্য লঞ্চ হওয়া X440-র ক্ষেত্রেও XR1200X-কে অনুসরণ করা হয়েছে। এতে রয়েছে একটি নতুন ধরনের ফুয়েল ট্যাঙ্ক। আবার সার্কুলার হেডল্যাম্প রেট্রো বাইকের স্বাদ দিয়েছে।

X350-তে উপস্থিত একটি ৩৫৩ সিসি, প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৩৬ এইচপি শক্তি এবং ৩১ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে X500-তে একটি ৫০০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন অফার করা হয়েছে। যার আউটপুট ৪৭ বিএইচপি এবং ৪৬ এনএম টর্ক। উভয় মোটরসাইকেলেই রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

Harley-Davidson X350 ও X500 এরমধ্যে একটিও ভারতের বাজারে লঞ্চ হবে না। কারণ মার্কিন সংস্থাটি ইতিমধ্যেই এদেশে X440 হাজির করেছে। যার বর্তমান বাজার মূল্য ২.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তিনটি ভারিয়ান্টি অফার করা হয় বাইকটি। এটি কেবলমাত্র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে উপলব্ধ।