Xiaomi 12 ডিসেম্বরে লঞ্চ হচ্ছে, হতে পারে Snapdragon 898 প্রসেসরের প্রথম স্মার্টফোন

৩০ নভেম্বর থেকে আয়োজিত হতে চলা কোয়ালকমের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘Qualcomm Tech Summit 2021’-এ সংস্থার নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 898 (আনঅফিসিয়াল নাম) ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে৷ এদিকে অন্যান্য সংস্থাগুলিকে পিছনে ফেলে শাওমি বিগত কয়েকবছর ধরে Snapdragon 8-সিরিজের নতুন প্রসেসর দিয়ে সর্বপ্রথম বাজারে স্মার্টফোন ছাড়তে পেরেছে৷ এর ফলে শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 12 কবে নাগাদ লঞ্চ করা হবে, তা নিয়ে গুঞ্জন চলছিল টেকমহলে৷

লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের এক নতুন রিপোর্ট সেই জল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে৷
ওই টিপস্টারের ওয়েইবো (একটি চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে বলা হয়েছে, চাইনিজ টেক জায়ান্ট শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Xiaomi 12) ডিসেম্বরের শেষে লঞ্চ করা হবে৷ এতে কোয়ালকমের হাই-এন্ড চিপসেট থাকবে, যা স্ন্যাপড্রাগন ৮৯৮ বা ৮৯৫ নামে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বরের মধ্যে লঞ্চ হওয়ার কথা৷

Adreno 730 গ্রাফিক্সের সঙ্গে আসতে পারে Snapdragon 898 বা Snapdragon 895 প্রসেসর। এটি ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি করা হবে। চিপটির প্রাইম কোর Cortex X2 কোরের আর্কিটেকচারের ভিত্তিক হবে বলে আশা করা যায়৷ যার ক্লক স্পিড ৩.০৯ গিগাহার্টজ। এটি পুরনো প্রজন্নের X1 কোরের চেয়ে ১৬ শতাংশ বর্ধিত পারফরম্যান্স দেবে।

শাওমি ১২: সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 expected Specifications)

শাওমি ১২ ফোনে থাকতে পারে এলটিপিও ডিসপ্লে, যা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের রেজোলিউশন হতে পারে 2K। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে ‌পারে।

আবার ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে শাওমি ১২৷ ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স দেওয়া হতে পারে৷