সস্তায় 50MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ দামী ফোনের মতো দেখতে মোবাইল আনল ZTE

গত বছর জুন মাসে, প্রখ্যাত প্রযুক্তি সংস্থা জেডটিই (ZTE) ইউরোপীয় বাজারে তাদের Blade A72 স্মার্টফোনটি লঞ্চ করে। এই ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে একটি এন্ট্রি-লেভেল চিপসেট, 4G কানেক্টিভিটি এবং একটি বড় ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করেছিল। আর এখন, ব্র্যান্ডটি Blade A72s নামে এর একটি উত্তরসূরি মডেল ইউরোপে লঞ্চ করেছে। তবে এটি A72-এর তুলনায় কিছু ক্ষেত্রে কম উন্নত স্পেসিফিকেশন অফার করলেও, দাম স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে খানিকটা বেশি। নবাগত হ্যান্ডসেটটিতে এইচডি+ ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে ZTE Blade A72s-এর মূল্য ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ZTE Blade A72s-এর স্পেসিফিকেশন এবং ফিচার

জেডটিই ব্লেড এ৭২এস-এ বড় ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিসপ্লের ওপরে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ এবং স্ক্রিনের চারপাশের বেশ পুরু বেজেল দেখা যায়। ডিভাইসটি তার পূর্বসূরির মতো ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৩ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে৷ এছাড়াও, ব্যবহারকারীরা একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর ইন-বিল্ট মেমরি বাড়াতে পারবেন।

ক্যামেরার ক্ষেত্রে, জেডটিই ব্লেড এ৭২এস উল্লেখযোগ্য আপগ্রেড পেয়েছে। এর রিয়ার প্যানেলে দুটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সমন্বিত ট্রিপল ক্যামেরা উপস্থিত সেটআপ রয়েছে। তুলনায়, এর পূর্বসূরী ব্লেড এ৭২-এর ট্রিপল ক্যামেরা ইউনিটে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং দুটি ২ মেগাপিক্সেলের সহকারী সেন্সর বর্তমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে অবশ্য ZTE Blade A72s-এ ডাউনগ্রেড দেখা যায়। এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সেখানে, আগের বছরের মডেলে একটি বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

ZTE Blade A72s-এর মূল্য এবং লভ্যতা

সদ্য উন্মোচিত ZTE Blade A72s এখন সমগ্র ইউরোপের গ্রাহকদের জন্য উপলব্ধ। এর দাম রাখা হয়েছে ১৭০ ইউরো (প্রায় ১৫,২৬০ টাকা), যা আগের বছরের মডেলের তুলনায় ৫০ ইউরো (প্রায় ৪,৫০০ টাকা) বেশি। Blade A72s দুটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে – স্পেস গ্রে ও স্কাইলাইন ব্লু। তবে এই ফোনটি ভারতের বাজারে আসবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।