ওপ্পোর নতুন ফোন Oppo Reno 8T শীঘ্রই আসছে বাজারে, যে সব ফিচার প্রকাশ্যে এল

ওপ্পো গত মাসেই তাদের বিপুল জনপ্রিয় Reno সিরিজের নতুন মডেল চীনে লঞ্চ করেছে। Oppo Reno 9 সিরিজের ওই ফোনগুলি ফোনগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে৷ আবার এখন শোনা যাচ্ছে, কোম্পানি Reno 9 লাইনআপের আগে আন্তর্জাতিক বাজারে আরও একটি Reno 8 সিরিজের হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Oppo Reno 8T নামে আত্মপ্রকাশ করবে। এই ডিভাইসটিকে চলতি মাসের শুরুতে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গিয়েছিল। আর এবার, Reno 8T ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এর শংসাপত্র পেয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, সার্টিফিকেশন সাইটের তালিকা থেকে Reno 8 সিরিজের আপকামিং ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল।

Oppo Reno 8T-কে দেখা গেল Bluetooth SIG-এর ডেটাবেসে

CPH2481 মডেল নম্বর সহ নতুন ওপ্পো রেনো ৮টি হ্যান্ডসেটটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, স্মার্টফোনটি ব্লুটুথ ৫.৩ সংযোগের সাথে আসবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।
যদিও লিস্টিংয়ে ডিভাইসটির অ্যান্ড্রয়েড সংস্করণ উল্লেখ করা হয়নি।

তবে এটি সম্ভবত সাম্প্রতিকতম অ্যান্ড্রয়েড ১৩-ই হবে। কারণ, ওপ্পো বিগত বছরগুলির মতো এবার আর আগের প্রজন্মের অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে তাদের লেটেস্ট কালারওএস সফ্টওয়্যার প্রকাশ করেনি প্রসঙ্গত, Oppo Reno 8T-এর পূর্ববর্তী সার্টিফিকেশন তালিকাগুলি থেকে জানা গেছে যে, ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, হ্যান্ডসেটটি দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ এবং ভারতের মতো বৃহত্তর বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

এটা লক্ষণীয় যে, যেসমস্ত রেনো ফোনের নামের শেষে একটি অক্ষরের ব্যবহার হয় ( এক্ষেত্রে “T”), সেগুলি সাধারণত নির্দিষ্ট কিছু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু Oppo Reno 8T-এর ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যেতে পারে। কেন না শোনা যাচ্ছে এটি বিশ্বের একাধিক বাজারে উন্মোচিত হবে। এই নয়া ওপ্পো ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত এই তথ্যগুলিই সামনে এসেছে, তবে আশা করা হয় খুব শীঘ্রই Reno 8T-এর আরও বিবরণ অনলাইনে প্রকাশিত হবে।