আগামীকাল থেকে শুরু হচ্ছে Apple MacBook Pro (2022) এর প্রি-অর্ডার, দাম ও ফিচার দেখে নিন

ভারতে শুরু হচ্ছে Apple MacBook Pro (2022) এর প্রি-বুকিং। আগামীকাল অর্থাৎ ১৭ জুন বিকাল ৫টা ৩০ মিনিট থেকে অ্যাপলের ওয়েবসাইট ও অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে MacBook Pro (2022) প্রি-বুকিং করা যাবে। ১৩ ইঞ্চি ডিসপ্লের সাথে আসা এই ল্যাপটপে আছে কোম্পানির M2 চিপসেট। এটি ২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে অ্যাপলের দাবি। আগামী ২৪ জুন থেকে এর সেল শুরু হবে।

Apple MacBook Pro (2022) এর ভারতে দাম ও প্রি-অর্ডার অফার

১৩ ইঞ্চির অ্যাপল ম্যাকবুক প্রো (২০২২) এর দাম রাখা হয়েছে ১,২৯,৯০০ টাকা। তবে স্টুডেন্টরা ১০ হাজার টাকা ছাড় পাবেন। এটি সিলভার ও স্পেস গ্রে কালারে উপলব্ধ। যে সব ক্রেতা অ্যাপল ম্যাকবুক প্রো (২০২২) আজ প্রি-অর্ডার করবেন, তারা নো কস্ট ইএমআই অপশনের সুবিধা পাবেন।

Apple MacBook Pro (2022) এর স্পেসিফিকেশন

নতুন Apple MacBook Pro (2022) এসেছে ১৩ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লের সাথে, যা ৫০০ নিকস পিক ব্রাইটনেস ও পি৩ কালার অফার করে। এতে দেওয়া হয়েছে এম২ চিপ। সাথে রয়েছে ১৬ কোর নিউরাল ইঞ্জিন। এটি ২৪ জিবি পর্যন্ত ইউনিফাইড মেমরি ও ২ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

পূর্বসূরীর মতো MacBook Pro (2022) ফিজিক্যাল ফাংশন কী সহ ম্যাজিক কীবোর্ডের সাথে এসেছে। এছাড়া পাওয়া যাবে ফোর্স টাচ ট্র্যাকপ্যাড। আবার এতে অ্যাক্টিভ কুলিং সিস্টেম উপস্থিত। কোম্পানির দাবি ল্যাপটপটি ২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে।