World Music Day: লোভনীয় ছাড়ে কিনুন Sony-র হেডফোন, ব্লুটুথ স্পিকার ও সাউন্ডবার

আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডে। আর সেই উপলক্ষ্যে আজ শনিবার, সঙ্গীতপ্রেমী তথা কর্মজীবী-শিক্ষার্থীদের জন্য হেডফোন, ট্রু ওয়্যারলেস সিরিজ, পোর্টেবল ব্লুটুথ স্পিকার এবং সাউন্ডবারের মত কয়েকটি নির্বাচিত অডিও পণ্যে বিশেষ অফার দেওয়ার কথা ঘোষণা করল Sony India। গতকাল অর্থাৎ ১৮ই জুন থেকে Sony এই অফার দিতে শুরু করেছে, যা আগামী ২১ তারিখ পর্যন্ত লাইভ থাকবে। এক্ষেত্রে আগ্রহীরা সংস্থার রিটেল স্টোর, www.ShopatSC.com পোর্টাল, রিটেল স্টোর এবং অ্যামাজন/ফ্লিপকার্টের মত ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে অফারগুলির লাভ ওঠাতে পারবেন। চলুন দেখে নিই ঠিক কী কী অফার দিচ্ছে সনি ইন্ডিয়া।

Sony India দিচ্ছে অডিও প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট

বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষ্যে সনি ইন্ডিয়ার এই অফারে ৬,৯৯০ টাকা মূল্যের Sony WI-SP510 ইয়ারফোনটি পাওয়া যাবে ৩,৯৯০ টাকায়। আবার Sony WI-C310 ইয়ারফোনটি ৩,২৯০ টাকার বদলে ২,১৯০ টাকায় কেনা যাবে; যেখানে Sony W-C200 ইয়ারফোনের দাম এমনিতে ২,৯৯০ টাকা হলেও, অফারের দরুন এটি ১,৬৯৯ টাকায় বিক্রি হবে।

এদিকে লকডাউন বা করোনা পরিস্থিতির জেরে ফের বাড়িতে বসে কাজ করতে বা পড়াশোনা চালাতে হচ্ছে; ফলে বাড়ছে স্মার্ট ফিচারযুক্ত হেডফোনের চাহিদা। সেক্ষেত্রে যারা Sony-র ব্র্যান্ডিংযুক্ত বিশেষ হেডফোন বা ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড খরিদ করতে চান, তাদের খরচের অঙ্ক ১০,০০০ টাকার নীচে থাকবে। আসলে এই অফার পিরিয়ডে ১৪,৯৯০ টাকা দামী Sony WH-CH710N হেডফোনটি ৭,৯৯০ টাকায় কেনা যাবে। একইভাবে ৭,৯৯০ টাকায় মিলবে Sony WH-CH710N মডেল, যার এমআরপি ১৪,৯৯০ টাকা। অন্যদিকে Sony WF-H800 এবং Sony WF-XB700 হেডফোন কিনতে ৮,৯৯০ টাকা এবং ৬,৯৯০ টাকা দাম পড়বে।

আবার অভিজাত বা গ্যাজেটপ্রেমী ক্রেতারা ২০,০০০ টাকার চেয়েও কমে কিছু হেডফোন কিনতে পারবেন। এক্ষেত্রে ৬,৯৯০ টাকা, ৭,৯৯০ টাকা, ৮,৯৯০ টাকা এবং ১৬,৯৯০ টাকার বিনিময়ে কেনা যাবে Sony-র TWS ইয়ারবাড। আবার Sony WH-1000XM3, WH-XB900N, WH-H910N এবং WH-CH710N মডেল নম্বর যুক্ত হেডফোন কিনতে চাইলে আগ্রহীদের ১৯,৯৯০ টাকা, ১৪,৯৯০ টাকা, ১০,৯৯৯ টাকা এবং ৭,৯৯০ টাকা ব্যয় করতে হবে।

এত গেল হেডফোন জাতীয় প্রোডাক্টের কথা। Sony India, এই কদিন অডিও সিস্টেমের (সাউন্ডবার, হোম থিয়েটার ইত্যাদি) ওপরেও বিশেষ অফার দেবে। যার ফলে এই জাতীয় প্রোডাক্টগুলিতে ২২ শতাংশ এবং ব্লুটুথ স্পিকারগুলিতে ৩১ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। জানিয়ে রাখি, এই অফার পিরিয়ডে সর্বনিম্ন ৭,৯৯৯ টাকা থেকে ১৪,৯৯০ টাকা পর্যন্ত দামে ব্লুটুথ স্পিকার উপলভ্য হবে। তাছাড়া সাউন্ডবারের দাম হবে সর্বোচ্চ ২৪,৯৯০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন