Cars: ভুতুড়ে সিনেমায় এই গাড়িগুলো দেখা যায় সবচেয়ে বেশি, কখনও কি খেয়াল করেছেন?

অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে চলছে গাড়ি। ভেতরে হিরো-হিরোইন এবং ভূত শিকারি৷ অশরীরিকে ঘায়েল করার পরিকল্পনা বাস্তবায়ন বা তাঁর হাত থেকে বাঁচতে সজোড়ে গাড়ি ছোটানো। সফল কতটা হওয়া যাবে তা ঠিক করবেন নির্দেশকরাই। কিন্তু, কখনও কি খেয়াল করে দেখেছেন, গা-ছমছমে পরিবেশ সৃষ্টি করতে ভয়ের সিনেমায় একটি সংস্থার নির্দিষ্ট মডেলের গাড়ি একটু বেশিই দেখা যায় অন্যান্য গাড়ির তুলনায়।

চলচ্চিত্র পর্যালোচকদের বেছে নেওয়া সর্বকালের সেরা পঞ্চাশটি হরর ছবি পর্যবক্ষণ করেছে ব্রিস্টল স্ট্রিট মোটরস (Bristol Street Motors)। সেগুলি থেকে হলিউডে ভূতের সিনেমায় সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি গাড়ির লিস্ট প্রকাশ করেছে তারা। মোট ৬৯০টি গাড়ি থেকে টপ টেনের তালিকাটি তৈরি করা হয়েছে।

ভুতুড়ে পরিবেশ তৈরি করার জন্য হলিউডের সেরা পঞ্চাশটি হরর ছবিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ফোর্ড এফ-১৫০ (Ford F-150) পিকআপ ট্রাক, দেখা গিয়েছে মোট তেরোবার। দ্বিতীয় স্থানে ফোর্ড ক্রাউন ভিক্টোরিয়া (Ford Crown Victoria), প্রতীয়মান হয়েছে মোট নয়বার। তারপরে শেভ্রোলে সি/কে (Chevrolet C/K), এবং ক্যাডিলাক ফ্লিটউড (Cadillac Fleetwood) মডেলের গাড়ি দেখা গিয়েছে আটবার করে।

সাতবার ব্যবহার হয়েছে ভক্সওয়াগন বিট (Volkswagen Beetle), ফোর্ড কাস্টম (Ford Custom), এবং ফোর্ড এলটিডি কান্ট্রি স্কোয়ার (Ford LTD Country Squire)। শেষ তিনটি স্থানেও রয়েছে ফোর্ডের তৈরি গাড়ি – ফোর্ড (Ford Escort), ফোর্ড মাস্টাং (Ford Mustang), ফোর্ড এসকর্ট (Ford Escort), এবং ফোর্ড ট্রানজিট (Ford Transit) উল্লেখিত পঞ্চাশটি মুভিতে ছ’বার করে দেখা গিয়েছে।