মাত্র 8,999 টাকায় 8GB + 128GB স্টোরেজ, স্মার্টফোনের জগতে ইতিহাস লিখল Infinix

ইনফিনিক্স সম্প্রতি ভারতে তাদের Smart সিরিজের অধীনে Infinix Smart 8 Plus লঞ্চ করেছে। এছাড়াও, ব্র্যান্ডটি স্ট্যান্ডার্ড Infinix Smart 8 মডেলটি দেশে এনেছে। আর এখন, ফোনটির একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে বলে খবর এসেছে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে। শুনলে অবাক হবেন, এই নতুন ভার্সনের সঙ্গে সস্তায় প্রথমবার এত পরিমাণ র‍্যাম এবং স্টোরেজ পাওয়া যাচ্ছে। চলুন Infinix Smart 8-এর নতুন মডেলটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

লঞ্চ হল Infinix Smart 8-এর নতুন ভ্যারিয়েন্ট

ইনফিনিক্স স্মার্ট ৮ ভারতে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজে মিলবে এবং দাম হবে মাত্র ৮,৯৯৯ টাকা। নতুন মডেলটির র‍্যাম এবং স্টোরেজ উভয়ই বেস ৪ জিবি + ৬৪ জিবি কনফিগারেশনের দ্বিগুন। এটি গ্যালাক্সি হোয়াইট, রেইনবো ব্লু, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক কালারে উপলব্ধ। ইনফিনিক্স স্মার্ট ৮-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ইনফিনিক্স স্মার্ট ৮-এ ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো একটি ফিচার রয়েছে, যা নোটিফিকেশন দেখানোর জন্য পাঞ্চ-হোল কাটআউটটিকে ঘিরে থাকে। পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। এটি একটি গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল অফার করে।

ফটোগ্রাফির জন্য, Infinix Smart 8-এ রিয়ার প্যানেলে বর্গাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং এআই (AI) লেন্স এবং এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পারফরম্যান্সের জন্য, Infinix Smart 8-এ MediaTek Helio G36 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 8-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।