Poco F3 নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে Redmi K40

সদ্য লঞ্চ হওয়া Redmi K40 গ্লোবাল মার্কেটে Poco F3 নামে লঞ্চ হবে। কয়েকদিন আগেই সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA) সার্টিফিকেশন সাইটে Poco ব্র্যান্ডিংয়ের সাথে M2012K11AG মডেল নম্বরের একটি ফোন কে দেখা যায়। এই মডেল নম্বরের সাথে চীনে রেডমি কে৪০ ফোনটি লঞ্চ হয়েছিল। যদিও সার্টিফিকেশন সাইটে পোকো-র ফোনটির নাম উল্লেখ ছিল না। তবে আজ আমেরিকার FCC এবং ভারতের আইএমইআই ডেটাবেসে (IMEI Database) এই মডেল নম্বরকে Poco F3 নামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যারপরে আর বলার অপেক্ষা রাখেনা Redmi K40 ফোনটি Poco F3 নামেই বেশ কয়েকটি মার্কেটে লঞ্চ হবে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও Redmi K30 Pro কে আমরা গ্লোবাল মার্কেটে Poco F2 Pro নামে আসতে দেখেছি। এমনকি ভারতে পাওয়া Poco X2 ফোনটির ফিচারের সাথে অনেক মিল আছে Redmi K30 এর।

ছবি ক্রেডিট -Mysmartprice

যাইহোক Poco F3 ফোনটির লঞ্চ ডেট আসন্ন বলেই আমাদের অনুমান। কারণ এই ফোনটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন লাভ করেছে। যেমন এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিছুদিন আগেই M2012K11AI মডেল নম্বরসহ BIS-এর সার্টিফিকেশন লাভ করেছিল। আবার M2012K11AG মডেল নম্বরকে আমরা ইন্দোনেশিয়া টেলিকম, রাশিয়ার EEC, এবং জাপানের TUV Rheinland সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছি।

Redmi K40 এর স্পেসিফিকেশন

রেডমি কে৪০ ফোনের স্পেসিফিকেশনের কথা বললে এতে ৪,৫২০ এমএএইচ ব্যাটারি বর্তমান। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি E4 AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের প্রটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেল রেট ৩৬০ হার্টজ।

আবার Redmi K40 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ এসেছে। এই ফোনের পিছনে আছে ট্রিপল ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর (এফ/১.৭৯) + ৫০মিমি ফোকাল লেন্থ সহ ৫ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স)। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন