লঞ্চের আগে জনপ্রিয় Apple iPhone 13 সিরিজ, কেনার জন্য মুখিয়ে আছেন ৪৪ শতাংশ মানুষ

Apple -এর লেটেস্ট আইফোন সিরিজ iPhone 13 -এর লঞ্চের সময়কাল যত এগিয়ে আসছে, ততই নতুন নতুন গুজব আর গুঞ্জনের ফিসফিসানি শোনা যাচ্ছে টেকমহলে। হালফিলে আসন্ন লাইনআপের ফিচার আর মডেল সংখ্যা সংক্রান্ত কিছু রিপোর্ট সামনে এসেছিল। আবার গতকাল ফাঁস হয়েছিল যে, এই সিরিজের ফোনগুলির দাম পূর্বসূরীর মতো হতে পারে। এখন iPhone 13 সিরিজ লঞ্চের পর কতটা জনপ্রিয়তা পাবে তা জানা গেল। আসলে আপকামিং আইফোন সিরিজকে আরো আধুনিক রূপে দেখতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অ্যাপেলপ্রেমীরা, তা জানতে সম্প্রতি একটি সার্ভে করা হয়েছিল। এই সার্ভে অনুযায়ী, ৪৪% আইফোন ইউজার এই বছর তাদের পুরোনো আইফোন ভার্সনকে আপগ্রেড করে নয়া iPhone 13 সিরিজের হ্যান্ডসেট কেনার আগ্রহ প্রকাশ করেছে। আপনিও যদি এই ৪৪ শতাংশের একজন হয়ে থাকেন তাহলে জানিয়ে দিই যে, সংস্থার তরফ থেকে iPhone 13 সিরিজের প্রি-অর্ডার লাইভ করা হলেই, পছন্দের ফোনটি কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ, লেটেস্ট সিরিজটির চাহিদা প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে চলেছে।

Apple iPhone 13 Series কিনতে আগ্রহী ৪৪% ক্রেতা

SellCell -এর এই সার্ভে থেকে জানা গেছে, ৪৪% অ্যাপেল হ্যান্ডসেট ইউজার আপকামিং আইফোন ১৩ সিরিজ অধীনস্ত ফোন কিনতে ইচ্ছুক। আর এই দাবির শিখাকে আরেকটু উস্কে দিয়েছে বিশেষ সূত্রে পাওয়া একটি খবর। জানা যাচ্ছে, এবার অ্যাপেল তাদের লেটেস্ট সিরিজের উৎপাদন ২০% থেকে ৯০ মিলিয়ন ইউনিট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ফলে, অ্যাপেল এইবার তাদের গ্রাহকবেসের ‘হাই-ডিমান্ড’ -কে পূরণ করতে যে পুরোপুরি প্রস্তুত, তা ভালোই বোঝাই যাচ্ছে।

আইফোন ১৩ সিরিজের কোন মডেলটিকে ক্রেতারা কিনতে বেশি পছন্দ করছেন তাও কিন্তু SellCell পরিচালিত সার্ভের রিপোর্টে উল্ল্যেখ করা হয়েছে। সেক্ষেত্রে, আইফোন ১৩ সিরিজের স্ট্যান্ডার্ড মডেল – iPhone 13 সর্বাধিক ভোটের সাথে জয়ী হয়েছে। অর্থাৎ, সার্ভে -তে ৩৮.২% মানুষ iPhone 13 কিনতে চান বলে মত দিয়েছেন। এটি ৬.১ ইঞ্চির ডিসপ্লে প্যানেলের সাথে লঞ্চ হতে পারে। অন্যদিকে, ৩০.৮% ভোটের সাথে দ্বিতীয় স্থানে আছে iPhone 13 Pro Max ফোনটি। আর, iPhone 13 Pro এবং iPhone 13 Mini ফোনকে যথাক্রমে ২৪% ও ৭% মানুষ কিনতে আগ্রহী বলে জানিয়েছেন।

সার্ভে -তে এও জানানো হয়েছে যে, আপকামিং আইফোন ১৩ সিরিজকে হাই-রিফ্রেশ রেট এবং ছোট নচ বা নচ-লেস ডিজাইনের সাথে লঞ্চ হওয়ার আশা রাখছে অধিকাংশ অ্যাপেলপ্রেমীরা।

প্রসঙ্গত, আইফোন ১৩ সিরিজের পাশাপাশি লেটেস্ট অ্যাপেল ওয়াচ এবং এয়ারপড নিয়েও একটি সমীক্ষা করা হয়েছিল। যার থেকে জানা যাচ্ছে, ২৭.৩% মানুষ Apple Watch Series 7 ওয়্যারেবলটি কিনতে উদগ্রীব। আর ১২.৯% মানুষ Apple Airpods 3 অডিও প্রোডাক্টটি কিনতে চান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন