Nokia C31: বাজেটের মধ্যে নোকিয়া লঞ্চ করল ফিচারে ঠাসা ফোন, ৬.৭ ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে ৫০৫০ mAh ব্যাটারি

আজ অর্থাৎ ১৫ই ডিসেম্বর Nokia ভারতের বাজারে তাদের C-সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো, যার নাম Nokia C31 । এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে এদেশে এসেছে। বিশেষত্বের কথা বললে, এতে – ৬০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে প্যানেল, ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, ৫,০৫০ এমএএইচ ব্যাটারি এবং একগুচ্ছ সফ্টওয়্যার-ভিত্তিক ক্যামেরা মোড পাওয়া যাবে। আবার সংস্থার পক্ষ থেকে উক্ত মডেলের সাথে ২ বছর পর্যন্ত কোয়ার্টারলি সিকিউরিটি প্যাচ রিলিজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ফোনটি ২টি স্টোরেজ কনফিগারেশন ও ৩টি আকর্ষণীয় কালার বিকল্প অফার করবে। চলুন Nokia C31 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও ফিচার তালিকাটি দেখে নেওয়া যাক।

ভারতে নোকিয়া সি৩১ -এর দাম ও লভ্যতা (Nokia C31 price and availability in india)

ভারতে নোকিয়া সি৩১ স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে, ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা রাখা হয়েছে। লভ্যতার কথা বললে, এই নয়া ডিভাইসটি শীঘ্রই সংস্থা অফিসিয়াল ই-কমার্স রিটেল আউটলেটের মাধ্যমে এদেশে কেনার জন্য উপলব্ধ হবে৷ এটিকে – চারকোল, মিন্ট এবং সায়ান কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

নোকিয়া সি৩১ -এর স্পেসিফিকেশন (Nokia C31 specifications)

নোকিয়া সি৩১ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস (১২০০x৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও ও স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর অবস্থিত নচ কাটআউটের মধ্যে আবার ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। আর ডিভাইসের রিয়ার প্যানেলে বিদ্যমান থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি ম্যাক্রো লেন্স। প্রসঙ্গত, আলোচ্য মডেলটি কয়েকটি সফ্টওয়্যার-ভিত্তিক ক্যামেরা ফিচার, যথা – পোট্রেট মোড, এইচডিআর মোড, নাইট মোড এবং স্টোরেজ স্মার্ট সহ এসেছে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Nokia C31 স্মার্টফোনে একটি নামহীন অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে – ৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর সংস্থার পক্ষ থেকে তাদের এই নয়া ডিভাইসের জন্য ২ বছর পর্যন্ত কোয়ার্টারলি (ত্রৈমাসিক) সিকিউরিটি প্যাচ রিলিজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য উক্ত ডিভাইসে – ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, একটি মাইক্রো ইউএসবি ২.০ চার্জিং পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং জিপিএস / এ-জিপিএস / গ্যালিলিও -ভিত্তিক লোকেশন ট্র্যাকার অন্তর্ভুক্ত৷ Nokia C31 স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটির জন্য রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।